York University Graduate Fellowship
কানাডার যেসব বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম টিউশন ফিতে লেখাপড়া করা যায়, তাদের মধ্যে York University অন্যতম। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি কানাডার Ontario প্রভিন্সে অবস্থিত। QS World University Rankings অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩৬২ তম। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিশেষ করে Faculty of Graduate Studies এর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের বৃত্তি এবং ফান্ডিং প্রদান করা হয়ে থাকে।
আবেদনের সময়সীমা– প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হয়ে থাকে।
প্রোগ্রাম লেভেল– রিসার্চ-বেসড মাস্টার্স এবং পিএইচডি।
Follow our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
বি দ্রঃ মাস্টার্স প্রোগ্রামে প্রতি বছর টিউশন ফী ২০,৫১৭ ক্যানাডিয়ান ডলার এবং পিএইচডি প্রোগ্রামে ১৯,৪৮০-১৯,৬৬৩ ক্যানাডিয়ান ডলার। তাই, এই স্কলারশিপ দিয়ে লেখাপড়া এবং লিভিং এর সম্পূর্ণ এক্সপেন্স কভার করবে।
টিউশন ফী এবং ফেলোশিপের এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।
বি দ্রঃ সাবজেক্টভেদে English Test Score Requirements ভিন্ন হয়ে থাকে। তাই, আপনি যেই সাবজেক্টে আবেদন করবেন, অবশ্যই ওই সাবজেক্টের English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে–
রেফারেন্স লিংক: https://www.yorku.ca/funding-packages-by-program/
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।