Western University Doctoral Funding
কানাডার অন্টারিও প্রভিন্সে অবস্থিত Western University একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ১৭২ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Western's Doctoral Funding Guarantee প্রদান করে থাকে।
আবেদনের সময়সীমা– প্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।
প্রোগ্রাম লেভেল– পিএইচডি।
Want To Get Updated Scholarship Notifications? Press The Like Button
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বি দ্রঃ প্রোগ্রামভেদে IELTS/TOEFL/Duolingo Requirements ভিন্ন হতে পারে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
আবেদন ফী–
এডমিশনের জন্য আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে $120 CAD প্রদান করতে হয়। যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে আবেদন ফী জমা দিতে পারছেন না, আমাদের Online Payment Solution এর মাধ্যমে আবেদন ফী পরিশোধ করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?
অনেক Research-Based প্রোগ্রামগুলোতে আগেই সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আবার, কিছু প্রোগ্রাম আছে যেখানে সুপারভাইজার ম্যানেজ না করেই আবেদন করা যায়।
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।