...

Pikdigg

University of Victoria Graduate Fellowships

উচ্চশিক্ষা এবং স্থায়ীভাবে বসবাসের জন্য প্রতি বছর হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী দেশের বাহিরে পাড়ি জমাচ্ছে। বর্তমানে স্থায়ীভাবে বসবাস এবং লেখাপড়ার মানের জন্য কানাডা শিক্ষার্থীদের কাছে প্রথম অবস্থানে আছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে অবস্থিত University of Victoria একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে QS World University Rankings অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৩৪। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Graduate Fellowships প্রদান করে থাকে।

আবেদনের সময়সীমাপ্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রাম লেভেল মাস্টার্স এবং পিএইচডি।

যা যা পাবেন

  • মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি বছর সর্বোচ্চ ১৭,৫০০ কানাডিয়ান ডলার।
  • সর্বোচ্চ ২ বছর পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামে ফেলোশিপটি দেয়া হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি বছর সর্বোচ্চ ২০,০০০ কানাডিয়ান ডলার।
  • সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপটি দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • University of Victoria তে ফুল টাইম মাস্টার'স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামের জন্য ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং শেষ ২ বছরে গড়ে অন্তত A- average রেজাল্ট থাকতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রী থাকতে হবে এবং A- average রেজাল্ট থাকতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • Academic IELTS:  ওভারঅল স্কোর ৬.৫ আর কোনো ব্যান্ড এ ৬. ০ এর নিচে থাকা যাবেনা। 
  • TOEFL iBT:  ওভারঅল স্কোর ৯০ আর কোনো ব্যান্ড এ ২০ এর নিচে থাকা যাবেনা। 

বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Score Requirements ভিন্ন হতে পারে। তাছাড়া, ব্যাচেলর/মাস্টার্স প্রোগ্রামের Medium of Instruction (MOI) ইংলিশ হলে, কিছু ডিপার্টমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেস্ট রিকোয়্যারমেন্ট Waive করে থাকে। আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে এই বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে।

Source: Medium of Instruction (MOI) এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।

আবেদন করবেন যেভাবে

  • মাস্টার'স বা পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক মেরিট, আয়েল্টস/টোফেল স্কোর, পাবলিকেশন্স, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই ফেলোশিপের আওতায় বিবেচিত করবেন।
  • বেশিরভাগ Research-Based প্রোগ্রামে আবেদন করার পূর্বেই সুপারভাইজার ম্যানেজ করা বাধ্যতামূলক। তাই, আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে।

আমাদের সার্ভিস

এই বিশ্ববিদ্যালয়সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। আমাদের সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।


তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notification

আবেদন ফী

এডমিশনের জন্য আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে $169 CAD প্রদান করতে হয়। যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে আবেদন ফী জমা দিতে পারছেন না, আমাদের Online Payment Solution এর মাধ্যমে আবেদন ফী পরিশোধ করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS score (If Needed)
  • GMAT (If Needed)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

বেশিরভাগ Research-Based প্রোগ্রামগুলোতে আগেই সুপারভাইজার ম্যানেজ করতে হয়। 

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

4 thoughts on “University of Victoria Graduate Fellowships”

Leave a Comment