...

Pikdigg

University of Ottawa Admission Scholarship

কানাডার অন্টারিও প্রভিন্স এবং রাজধানী Ottawa তে অবস্থিত University of Ottawa একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যা ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান QS World University Ranking অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৩০। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের International Admission Scholarship প্রদান করে থাকে।

আবেদনের শেষ সময়– প্রোগ্রামভেদে আবেদনের ডেডলাইন ভিন্ন হয়। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই ডেডলাইন দেখে নিতে হবে।

কোর্স লেভেল– পিএইচডি।

যা যা পাবেন

  • প্রতি বছর ৯০০০ কানাডিয়ান ডলারের স্কলারশিপ যা সর্বোচ্চ ৪ বছরের জন্য দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • আপনি যেই পিএচডি প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন, তার Admission Requirements পূরণ করতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • প্রোগ্রামভেদে English Language Proficiency Score ভিন্ন হয়ে থাকে। আবেদন করার সময় অবশ্যই IELTS/TOEFL/PTE Requirements দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

  • পিএইচডি প্রোগ্রামে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে Academic Merit এর উপর ভিত্তি করে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এবং এই স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদনের প্রয়োজন নেই। আপনি যেই প্রোগ্রামে আবেদন করতে চান, শুধু এডমিশনের জন্য ওই প্রোগ্রামে আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।


তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like Our Page to Get Scholarship Notifications

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Personal Statement
  • Letters of Reference 
  • Curriculum Vitae or CV
  • TOEFL/IELTS/PTE score

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।