...

Pikdigg

University of Michigan Doctoral Fellowships

আমেরিকার মিশিগানে অবস্থিত University of Michigan একটি স্বনামধন্য পাবলিক ও রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮১৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ২৩ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্ট পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Doctoral Fellowships/Assistantships প্রদান করে থাকে।

আবেদনের সময়সীমাপ্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রাম লেভেল পিএইচডি।

যা যা পাবেন

  • লিভিং এক্সপেন্স হিসেবে প্রতি মাসে স্টাইপেন্ড।
  • সম্পূর্ণ টিউশন ফী।
  • সেমিস্টার ফী পেমেন্ট।
  • হেলথ ইন্সুরেন্স।
  • ডেন্টাল কাভারেজ।

বি দ্রঃ ডিপার্টমেন্টভেদে এই Fellowships/Assistantships এর পরিমান ভিন্ন হয়ে থাকে।

আবেদনের যোগ্যতা

  • ভালো একাডেমিক রেজাল্টসহ ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • যেই প্রোগ্রামটিতে আবেদন করবেন, তার Admission Requirements ফুলফিল করতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: নূন্যতম ওভারঅল স্কোর ৬.৫।
  • TOEFL iBT: নূন্যতম ওভারঅল স্কোর ৮৪।

বি দ্রঃ ডিপার্টমেন্ট বা প্রোগ্রামভেদে IELTS/TOEFL স্কোর রিকোয়ারমেন্ট ভিন্ন হয়ে থাকে।

GRE রিকোয়ারমেন্ট

অধিকাংশ ডিপার্টমেন্টে Covid-19 এর কারণে জিআরই রিকোয়ারমেন্ট Waive করা হয়েছে। তবে, একটা ভালো GRE Score অবশ্যই এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা বাড়িয়ে দিবে। আবেদন করার আগে অবশ্যই GRE Score রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • Civil Engineering (PhD)
  • Environmental Engineering (PhD)
  • Chemical Engineering (PhD)
  • Computer Science and Engineering (PhD)
  • Electrical and Computer Engineering (PhD)
  • Electrical, Electronics, and Computer Engineering (PhD)
  • Aerospace Engineering (PhD)
  • Industrial and Operations Engineering (PhD)
  • Materials Science and Engineering (PhD)
  • Mechanical Engineering (PhD)
  • Mechanical Engineering (PhD)
  • Political Science (PhD)
  • Philosophy (PhD)
  • Anthropology (PhD)
  • Applied Physics (PhD)
  • Architecture(PhD)
  • Urban and Regional Planning (PhD)
  • Asian Languages and Cultures (PhD)
  • Bioinformatics (PhD)
  • Cancer Biology (PhD)
  • Biological Chemistry (PhD)
  • Cell and Development Biology (PhD)
  • Cellular and Molecular Biology (PhD)
  • Cell and Developmental Biology (PhD)
  • Immunology (PhD)
  • Biological Chemistry (PhD)
  • Genetics and Genomics (PhD)
  • Microbiology and Immunology (PhD)
  • Molecular, Cellular and Developmental (PhD)
  • Neuroscience (PhD)
  • Pharmacology (PhD)
  • Toxicology (PhD)
  • Epidemiologic Science (PhD)
  • Environmental Health Sciences (PhD)
  • Biomedical Engineering (PhD)
  • Accounting (PhD)
  • Finance (PhD)
  • Business and Economics (PhD)
  • Marketing (PhD)
  • Strategy (PhD)
  • Management and Organizations (PhD)
  • Technology and Innovations (PhD)
  • Chemistry (PhD)
  • Climate and Space Sciences and Engineering (PhD)
  • Earth and Environmental Sciences (PhD)
  • Ecology and Evolutionary Biology (PhD)
  • Educational Studies (PhD)
  • Education and Psychology (PhD)
  • English and Education (PhD)
  • Higher Education (PhD)
  • English Language and Literature (PhD)
  • English & Women's and Gender Studies (PhD)
  • Resource Ecology and Management (PhD)
  • Resource Ecology and Management (PhD)
  • History (PhD)
  • Nursing (PhD)
  • Public Policy & Economics (PhD)
  • Public Policy & Political Science (PhD)
  • Social Work and Sociology (PhD)
  • Sociology (PhD)
  • Statistics (PhD)
  • And Others

আবেদন করবেন যেভাবে

  • পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক রেজাল্ট, জিআরই স্কোর, আয়েল্টস/টোফেল স্কোর, এসওপি, পাবলিকেশন্স, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশবিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই স্কলারশিপের জন্য নির্বাচন করবেন।
  • তবে, আবেদনের সময় একজন সুপারভাইজার ম্যানেজ করা থাকলে এই ফেলোশিপের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দিবে।

বি দ্রঃ এই ফেলোশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

এই বিশ্ববিদ্যালয়সহ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। 


তাছাড়াও, আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

এছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notification

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS/PTE Score 
  • GRE Score (If Needed)

Official Circular Link: বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে এই স্কলারশিপের বর্ণনা দিয়েছে। আমরা ৬ টা ডিপার্টমেন্টের রেফারেন্স দিলাম এখানে।

Department of Computer Science and Engineering

Department of Chemical Engineering

Department of Civil and Environmental Engineering

Department of Aerospace Engineering

Department of Political Science

Department of Philosophy

সাধারণ প্রশ্ন ও উত্তর

আমার ব্যাচেলর ডিগ্রী আছে কিন্তু মাস্টার্স নাই। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

ইউএসএ তে আরো স্কলারশিপস:

1. Texas A & M University Doctoral Fellowships

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।