...

Pikdigg

University of Manitoba Graduate Fellowship

কানাডার ম্যানিটোবা প্রভিন্সে অবস্থিত University of Manitoba একটি পাবলিক বিশ্ববিদ্যায় যা ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান QS World University Ranking অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬০১-৬৫০ এর মাঝে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Graduate Fellowship প্রদান করে থাকে।

আবেদনের শেষ তারিখ ডিপার্টমেন্টভেদে আবেদনের ডেডলাইন ভিন্ন হয়। এই লিংক থেকে ডিপার্টমেন্টে যোগাযোগ করে ডেডলাইন জেনে নিতে হবে।

কোর্স লেভেল মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী।

যা যা পাবেন

  • মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি বছর ১৪০০০ কানাডিয়ান ডলারের স্টাইপেন্ড যা সর্বোচ্চ ২ বছরের জন্য দেয়া হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি বছর ১৮০০০ কানাডিয়ান ডলারের স্টাইপেন্ড যা সর্বোচ্চ ৪ বছরের জন্য দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • সিজিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।
  • কোনো কন্ডিশন ছাড়া ফুল-টাইম মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
  • একই সাথে ২ টা ফুল-টাইম প্রোগ্রামে ভর্তি হওয়া যাবেনা।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • প্রোগ্রামভেদে English Lnguage Proficiency Score ভিন্ন হয়ে থাকে। আবেদন করার সময় অবশ্যই IELTS/TOEFL/PTE Requirements দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

  • বিভিন্ন ডিপার্টমেন্ট এর জন্য আবেদন পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। আবেদন করার আগে এই লিংক থেকে ডিপার্টমেন্টে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা। 


তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

স্কলারশিপের নোটিফিকেশন পেতে আমাদের পেজ লাইক দিয়ে সাথে থাকুন।

কানাডাতে অন্যান্য স্কলারশিপ

1. Dean's International Scholarship by University of Saskatchewan

3 thoughts on “University of Manitoba Graduate Fellowship”

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।