University of Auckland Doctoral Scholarships
নিউজিল্যান্ডের সেরা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে The University of Auckland অন্যতম। ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের Auckland শহরে অবস্থিত। QS World University Rankings অনুযায়ী, বর্তমানে এর অবস্থান ৬৫তম। প্রতি বছর The University of Auckland এর বিভিন্ন faculty তে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের University of Auckland Doctoral Scholarships দিয়ে থাকে। এই স্কলারশিপটি ইয়ারলি স্টাইপেন্ড, ফুল টিউশন ফি কভার করে এবং হেলথ ইন্সুরেন্স প্রদান করে থাকে।
আবেদনের সময়সীমা– প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ৪টি সেমিস্টার হয়ে থাকে (মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর)। এই সেমিস্টার গুলোতে আবেদন করার সময়সীমা হচ্ছে- ১ নভেম্বর, ১ মার্চ, ১ জুন এবং ১ সেপ্টেম্বর। তাই, এক কথায় বলা যায়, সারা বছর এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।
প্রোগ্রাম লেভেল– রিসার্চ-বেসড পিএইচডি।
Follow our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
বি দ্রঃ এই বিশ্ববিদ্যালয়সহ নিউজিল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম ৩ বছর হয়ে থাকে।
Reference Link: https://www.auckland.ac.nz/doctoral-scholarships.html
আবেদনের যোগ্যতা–
Reference Link: https://www.auckland.ac.nz/doctor-of-philosophy-phd.html
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।
Reference Link: https://www.auckland.ac.nz/doctor-of-philosophy-phd.html
বি দ্রঃ প্রোগ্রামভেদে English Test Score Requirements ভিন্ন হতে পারে। তাই, আপনি যেই প্রোগ্রামে আবেদন করবেন, অবশ্যই ওই প্রোগ্রামের English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।
Higher Education Courses
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।