...

Pikdigg

UBD Graduate Scholarship

Universiti Brunui Darussalam ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় যা ব্রুনাই এর অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।  QS World University Ranking  অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৫০ তম। বিশ্বব্যাপী পরিচিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর পিএইচডি প্রোগ্রামে পড়াশুনার জন্য ব্রুনাই এবং বিদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ  প্রদান  করে  থাকে যা UBD Graduate Scholarship নামে পরিচিত। বাংলাদেশী শিক্ষার্থীরা পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার জন্য এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২২ (জানুয়ারী ইনটেক, ২০২৩)। 

কোর্স লেভেল পিএইচডি প্রোগ্রাম।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী (রেজিস্ট্রেশন এবং এক্সেপটেন্স ফীসহ)।
  • ৩৬ মাস পর্যন্ত প্রতি মাসে ৫০০ BND (প্রায় ৩২,০০০ টাকা) স্টাইপেন্ড।
  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি থাকার ব্যবস্থা।
  • বাংলাদেশ থেকে দারুসসালামে যাবার এবং লেখাপড়া শেষে বাংলাদেশ ফিরে আসার ইকোনমি ক্লাস এয়ার টিকেট।
  • গবেষণা ভাতা (আর্টস এবং হিউম্যানিটিজের জন্য 1000 BND (প্রায় ৬৩,৫০০ টাকা) এবং বিজ্ঞান বিভাগ প্রার্থীদের জন্য 2000 BND (১,২৭,০০০ টাকা) ।

আবেদনের যোগ্যতা

  • ফার্স্ট ক্লাস অনার্স ব্যাচেলর ডিগ্রী এবং মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • কিন্তু, আপনার সেকেন্ড ক্লাস আপার অনার্স ব্যাচেলর ডিগ্রী থাকলে, মাস্টার্স ডিগ্রীসহ ভালো কিছু পাবলিকেশন্স থাকতে হবে।
  • কোয়ালিটি এবং ইম্প্যাক্টফুল রিসার্চ প্রোপোজাল থাকতে হবে।
  • পছন্দের বিষয়ে পড়াশোনা করার জন্য যোগ্যতাসম্পন্ন হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • Academic IELTS: Minimum Overall Score 6.0
  • TOEFL (Paper Based): Minimum Overall Score 550

আবেদন করবেন যেভাবে

  • প্রথম ধাপ: এই লিংক থেকে অনলাইন আবেদন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সত্যায়িত করে নিচের ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে। এনভেলাপ এর উপর অবশ্যই OASys Application Code লিখে দিতে হবে।

Office of Admissions, Chancellor Hall,

Universiti Brunei Darussalam,

Tungku Link, Gadong BE1410, Brunei Darussalam

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে

Doctor of Philosophy:

  • Anthropology
  • Applied Linguistics
  • English Literature
  • Environmental Studies
  • Geography
  • History
  • Malay Language & Linguistics
  • Malay Literature
  • Professional Communication & the Media
  • Art
  • Sociology
  • Management
  • Economics
  • Finance
  • Biodiversity
  • Biology
  • Biotechnology
  • Chemistry
  • Computer Science
  • Geoscience
  • Mathematics
  • Applied Physics
  • Public Health
  • Biomedical Sciences
  • Clinical Sciences
  • Nursing
  • Midwifery
  • Brunei Studies
  • Education
  • Islamic Civilisation and Contemporary Issues
  • Asian Studies
  • Systems Engineering
  • Chemical Engineering
  • Material Science
  • Energy Studies
  • Islamic Governance
  • Public Policy

*এই লিংক থেকে প্রোগ্রাম লিস্ট দেখা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Certified True Copies of Academic Transcripts & Certificates (Masters, Bachelor, HSC, SSC)
  • Police Clearance Certificate
  • A letter of permission from the employer (If Employed)
  • Statement of Purpose
  • Research Proposal
  • 1000 Words Essay
  • 2 Letters of Reference (submitted by the referees directly to the online application portal)
  • Curriculum Vitae or CV
  • TOEFL/IELTS Certificate

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।