...

Pikdigg

Transilvania Academica Scholarship

রোমানিয়ার ব্রাসভে অবস্থিত ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি অফ ব্রাসভ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির বর্তমান QS World World University ও Times Higher Education Ranking ১২০১+। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জার্তিক মেধাবী শিক্ষার্থীদের Transilvania Academica Scholarship প্রদান করে থাকে। যদিও এই স্কলারশিপটি ব্যাচেলর, মাস্টার্স, এবং পিএচডি প্রোগ্রামে দেয়া হয়, আমরা শুধু মাস্টার্স প্রোগ্রামের জন্য বিস্তারিত আলোচনা করবো।

আবেদনের শেষ সময়২৮ এপ্রিল ২০২৩।

কোর্স লেভেল পিএইচডি/মাস্টার'স/ব্যাচেলর'স।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী (রেজিস্ট্রেশন এবং গ্রাডুয়েশন ফী অন্তর্ভুক্ত)। 
  • বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরিতে ফ্রি থাকার ব্যবস্থা। 
  • মাসিক ৮০০ রোমানিয়ান লিউ (১৯,০০০ টাকা) স্টাইপেন্ড।

আবেদনের যোগ্যতা

  • ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে।
  • ভালো IELTS/TOEFL/PTE Score অথবা, মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ হিসেবে ৪ বছর লেখাপড়া করার প্রমান দেখতে হবে।

যেসব বিষয়ে আবেদন করতে পারবেন

  • Advanced Electrical Systems (Master's)
  • Cyber Security (Master's)
  • Engineering of Advanced Manufacturing Process (Master's)
  • European Forestry (Master's)
  • Industrial Business Management and Entrepreneurship (Master's)
  • Internet Technologies (Master's)
  • Language Studies for Intercultural Communication (Master's)
  • Traditional Chinese Medicine (Master's)
  • Virtual Engineering in Automotive Design (Master's)
  • Automotive Engineering (Bachelor's/PhD)
  • American Studies (Bachelor's/PhD)
  • Business Administration (Bachelor's/PhD)
  • Digital Media (Bachelor's/PhD)
  • Electrical Engineering and Computers (Bachelor's/PhD)
  • Industrial Design (Bachelor's/PhD)
  • Instrumental Musical Performance (Bachelor's/PhD)
  • Wood Products Engineering and Design (Bachelor's/PhD)

আবেদন করবেন যেভাবে

এই লিংক থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর, আবেদন করার সময় নিচের ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে।
বি দ্রঃ এই ডকুমেন্টস গুলোর উপর ভিত্তি করেই স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।

  • CV
  • Motivation Letter (Maximum 1 Page)
  • 3 Letters of Recommendation

আমাদের সার্ভিস

আমরা এই স্কলারশিপের আবেদন করার জন্য এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে এলিজিবলে প্রোগ্রাম নির্বাচন করে দিবো যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা বেশি থাকবে, এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিবো। 

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল, স্টাডি প্ল্যান, এবং সিভি রাইটিং সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notification

Timetable

Activities

20.02.2022 – 28.04.2022

Candidates’ registration by filling in the online application form

02.05.2023 – 26.05.2023

Evaluation of application files

27.05.2023 – 30.05.2023

Approval of the list of selected candidates

31.05.2023

Announcing selected candidates via e-mail

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মাধ্যম কি ইংলিশ হবে?

হ্যা।

আমার নেই। আমি কি আবেদন করতে পারবো?

জি, করতে পারবেন যদি মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ হিসেবে ৪ বছর লেখাপড়া করার প্রমান দেখাতে পারেন।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.