IELTS Listening এ ৭+ পাবার ট্রিকস
IELTS Listening মডিউলে Academic এবং General Training- এ একই ধরনের প্রশ্ন করা হয়।
সুতরাং এই লেখাটি দুই ধরনের কান্ডিডেটদের জন্যই প্রয়োজনীয়। নিয়মিত কৌশলী প্রস্তুতি আপনাকে অল্প পরিশ্রমেই লিসেনিং এ ভালো করতে সাহায্য করবে। আপনি যদি এই লেখায় দেখানো পথে হাটেন তাহলে গিয়ে পৌছবেন IELTS Listening Band Score- 9.
এই পরীক্ষাটি এমনভাবে সাজানো যার মাধ্যমে নিম্নের দক্ষতাগুলো যাচাই করা হয়-
- অডিও শুনে আপনি মূল ধারণা আর বাস্তবিক তথ্যগুলো বুঝতে পারেন কি না,
- স্পিকারের মতামত, মনোভাব বা কোন বিষয় সম্পর্কে কথা বলার উদ্দেশ্যগুলো বুঝতে পারেন কি না,
- যুক্তিতর্ক কোনদিকে মোড় নিচ্ছে সেটা নির্ধারণ করতে পারেন কি না।
Like our page to get post notification
ইংরেজী ভাষাভাষীদের চারটি রেকর্ডিং কেবলমাত্র একবার শুনে আপনাকে উত্তর লিখতে হবে।
- রেকর্ডিং ১- দৈনন্দিন জীবনে ঘটা কোন সামাজিক বিষয়ে ২জন ব্যক্তি কথা বলবেন। যেমন- হোটেল বুকিং দেয়া নিয়ে কথোপকথন।
- রেকর্ডিং ২- একজন লোক সামাজিক কোন বিষয়ে কথা বলবেন যেমন- এলাকার কোন প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য।
- রেকর্ডিং ৩- এই সেকশনে সর্বোচ্চ ৪ জন মানুষের মধ্যে শিক্ষা বিষয়ক বা ট্রেনিং বিষয়ক আলোচনা করা হয়, যেমন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে ছাত্রের আসাইনমেন্ট নিয়ে আলোচনা।
- রেকর্ডিং ৪- একজন ব্যক্তি একাডেমিক কোন বিষয়ের উপর লেকচার দেন, ইউনিভার্সিটির শিক্ষকদের মত।
Listening পরীক্ষার সময় ও প্রশ্নের ধরণ–
মোট ৪০ মিনিট হবে পরীক্ষা হবে । প্রায় ৩০ মিনিট অডিও শুনবেন আর ১০ মিনিট পাবেন উত্তর খাতায় লেখার জন্য।
মোট প্রশ্ন- ৪০টি
প্রশ্নের ধরণঃ এমসিকিউ, ম্যাচিং,প্লান/ম্যাপ/ডায়াগ্রামলেবেলিং,ফরম/নোট/টেবিল/সামারি/ফ্লো-চার্ট শূণ্যস্থান পূরণ, বাক্যের শূণ্যস্থান পূরণ- এগুলোর মধ্যেই প্রশ্ন আসে।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ৪০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে নিম্নোক্ত উপায়ে ব্যান্ড-৯ স্কেলে রূপান্তরিত করা হয়।
বিভিন্ন ধরনের প্রশ্নের বিস্তারিত বর্ণনা–
- এই টাস্কে শুরুতে একটি প্রশ্ন দেয়া থাকে এবং তিনটি সম্ভাব্য উত্তর থেকে একটি বাছাই করতে হয় অথবা তিনটি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করে বাক্যের শুন্যস্থান করতে হয়।
- কিংবা কোন কোন সময় অনেকগুলো অপশন থেকে একের অধিক সঠিক উত্তর বাছাই করতে হয়। এরকম প্রশ্ন উত্তর করার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রশ্নে কতগুলো সঠিক উত্তর চেয়েছে।
- অডিও শুনে লিস্ট করা কিছু প্রশ্নের উত্তর অপশনগুলোর মধ্যে খুজে বের করতে হবে। অডিও শুনে টেবিলের একপাশের শব্দগুলোর সাথে অপরপাশের শব্দ মেলানোর মত।
Type 3- Plan/Map/Diagram Labelling
- অডিও শুনে এবং প্রশ্নে দেয়া অপশন গুলো দেখে কোন প্ল্যান (বিল্ডিং),ম্যাপ (একটা শহরের কোন অংশ) বা ডায়াগ্রামে (কোন যন্ত্রের সেটিংস) লেবেল করা অংশে কি বসবে সেটা লিখতে হবে।
Type 4- Form/Summary/Note/Table/Flow Chart Filling
- পরীক্ষার্থীকে সাধারণত একটি নির্দিষ্ট অংশের শূন্যস্থান পূরণ করতে হয়, এগুলো হতে পারে।
- ফরম- তথ্যমূলক শব্দ দিয়ে পূরণ করতে হয় যেমন- নাম, ফোন নাম্বার ইত্যাদি।
- নোটস- যেকোন ধরনের তথ্যের সারাংশ এবং এদের মধ্যে সম্পর্ক নির্ধারন করা হয়।
- টেবিল- টেবিলের মাধ্যমে তথ্যগুলোকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করে সারাংশ আকারে লেখা থাকে। যেমন- স্থান/ সময়/ দাম
- ফ্লো-চার্ট- কোন কিছুর প্রক্রিয়ার ধাপগুলো তীর চিহ্ণ দিয়ে নির্দেশ করা হয়।
- প্রশ্নে দেওয়া শব্দ সংখ্যা অতিক্রম করলে নাম্বার পাবেন না।
- কনট্রাক্টেড ওয়ার্ড(Haven’t) ব্যবহার করা হয় না।
- হাইপফেনযুক্ত শব্দকে একটি শব্দ ধরা হয়।
- পরীক্ষার্থীকে কয়েকটি বাক্য পড়ে সেগুলোর শুন্যস্থান পূরণ করতে হবে। বাক্য গুলো সাধারণত লিসেনিং টেস্টের কোন একটি অংশের (পার্ট-১,২,৩,৪) সামারি হয়ে থাকে।
- প্রশ্নে দেওয়া নির্দিষ্ট শব্দ সংখ্যা অতিক্রম করলে নাম্বার পাবেন না।
- পরীক্ষার্থীকে কয়েকটি বাক্য পড়ে সেগুলোর শুন্যস্থান পূরণ করতে হবে। বাক্য গুলো সাধারণত লিসেনিং টেস্টের কোন একটি অংশের (পার্ট-১,২,৩,৪) সামারি হয়ে থাকে।
- প্রশ্নে দেওয়া নির্দিষ্ট শব্দ সংখ্যা অতিক্রম করলে নাম্বার পাবেন না।
IELTS Listening Exam Tips–
- অডিও শুরু হওয়ার আগে ৩০ সেকেন্ড সময় পাবেন প্রশ্নগুলো দেখার জন্য তখন অবশ্যই কি-ওয়ার্ড দাগাবেন। The leaves of the tree are …………… in shape. - এই বাক্যে কিওয়ার্ড leaves এবং shape এর নিচে দাগ দিয়েছি যেন অডিও শোনার সময় সহজেই চোখে পড়ে। কম্পিউটার বেসড পরীক্ষায় মাউসের রাইট বাটন ক্লিক করে কি-ওয়ার্ড হাইলাইট করতে পারবেন।
- প্রশ্নগুলোর উত্তর সিরিয়ালি পাবেন। অডিও তে ১ নম্বর প্রশ্নের উত্তরের পরই ২ নম্বরের উত্তর বিষয়ক কথা বলবে। যদি কোন উত্তর মিস হয়ে যায়, সাথে সাথে পরের প্রশ্নে চলে যান, তা না হলে কয়েকটি উত্তর মিস করে ফেলবেন। মনে রাখবেন অডিও আপনি একবারই শুনতে পাবেন।
- প্রশ্নগুলো পড়ে উত্তর কেমন হতে পারে তা অনুমান করুন- Name, Date or Numbers
- প্রশ্নে দেয়া শব্দগুলোর সমার্থক শব্দ কি হতে পারে ভাবুন।
- নির্দেশনা দেখবেন যে আপনি ওই প্রশ্নগুলোর জন্য কতগুলো শব্দ বা সংখ্যা লিখতে পারবেন। যেমন লেখা থাকতে পারে- Write one word and/or a number for each
answer.
- অবশ্যই পেন্সিল দিয়ে উত্তর লিখতে হবে। উত্তরের সবগুলো অক্ষর বড় হাতে লিখুন যেমন- KNOWLEDGE, এতে আপনারই সুবিধা, কোথায় ছোট হাতের অক্ষর লিখবেন, কোথায় বড় হাতের অক্ষর এসব নিয়ে চিন্তা করতে হবে না।
- বানান ভুল হলে কোন নাম্বার পাবেন না।
- হাইফেন দেয়া শব্দকে একটি শব্দ হিসেবে ধরা হয়। যেমন- co-operation একটি শব্দ।
কি ধরনের ফাঁদে পড়তে পারেন লিসেনিং এ–
- প্রথমে একটি উত্তর বলে পরে সেটা আবার সংশোধন করা। যেমন- ফোন নাম্বার বলতে গিয়ে – 038757, oh sorry it’s 038755
- এমসিকিউ তে সবগুলো অপশন নিয়েই কথা বলে।
কি কি বই কিনবেন লিসেনিং এ ভালো স্কোর পেতে–
সবশেষে বলব, লিসেনিং এ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূরণ, মনোযোগ বৃদ্ধির জন্য মেডিটেশন অনুশীলন করতে পারেন।
Studies MA in Justice Studies at University of New Humpshire, USA
Hello, my name is Mahmuda Akter. I always prefer to describe myself by 3A- Ambivert, Affable as well as Ambitious. Social research, creative writing, and yoga are the three areas where I have an ineffable propensity. Like a bird, I fly in the sky of my dreams to make constructive change in the world.