...

Pikdigg

Texas A & M University Doctoral Fellowships

আমেরিকার টেক্সাসে অবস্থিত Texas A & M University একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ১৬৮ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্ট পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Doctoral Fellowships/Assistantships প্রদান করে থাকে।

আবেদনের সময়সীমাপ্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রাম লেভেল পিএইচডি।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • বাৎসরিক ২৪০০০ - ৩০০০০ ইউএসডি স্টাইপেন্ড। ডিপার্টমেন্টভেদে স্টাইপেন্ড এর পরিমান ভিন্ন হয়ে থাকে।
  • সম্পূর্ণ টিউশন ফী।
  • হেলথ ইন্সুরেন্স।
  • সেমিস্টার ফী পেমেন্ট।

আবেদনের যোগ্যতা

  • ভালো একাডেমিক রেজাল্টসহ ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • যেই প্রোগ্রামটিতে আবেদন করবেন, তার Admission Requirements ফুলফিল করতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: নূন্যতম ওভারঅল স্কোর ৬.০।
  • TOEFL: নূন্যতম ওভারঅল স্কোর ৮০।
  • PTE: নূন্যতম ওভারঅল স্কোর ৫৩।

GRE রিকোয়ারমেন্ট

প্রোগ্রামভেদে GRE Requirement ভিন্ন হয়ে থাকে। আবেদন করার পর্বে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে GRE Requirement দেখে নিবেন।

Higher Education Courses


যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • Civil Engineering (PhD)
  • Biomedical Engineering (PhD)
  • Computer Science (PhD)
  • Computer Engineering (PhD)
  • Chemical Engineering (PhD)
  • Electrical Engineering (PhD)
  • Mechanical Engineering (PhD)
  • Materials Science and Engineering (PhD)
  • Industrial Engineering (PhD)
  • Nuclear Engineering (PhD)
  • Ocean Engineering (PhD)
  • Petroleum Engineering (PhD)
  • Aerospace Engineering (PhD)
  • Biological and Agricultural Engineering (PhD)

আবেদন করবেন যেভাবে

  • পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক রেজাল্ট, জিআরই স্কোর, আয়েল্টস/টোফেল স্কোর, এসওপি, পাবলিকেশন্স, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশবিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই স্কলারশিপের জন্য নির্বাচন করবেন।
  • তবে, আবেদনের সময় একজন সুপারভাইজার ম্যানেজ করা থাকলে এই ফেলোশিপের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দিবে।

বি দ্রঃ এই ফেলোশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

Canada/USA/Australia তে মাস্টার'স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।

তাছাড়া, Canada/USA/Australia তে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদনকারীদের আমরা 30 MINUTES FREE CONSULTATION  দিয়ে থাকি যাতে করে আবেদনকারীরা আবেদনের প্রতিটি পর্যায় সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এডমিশন/স্কলারশিপের জন্য সঠিকভাবে আবেদন করতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS/PTE Score 
  • GRE Score (If Needed)

Official Circular Link: বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে এই স্কলারশিপের বর্ণনা দিয়েছে। আমরা ৫ টা ডিপার্টমেন্টের রেফারেন্স দিলাম এখানে।

Department of Civil and Environmental Engineering

Department of Biomedical Engineering

Department of Electrical and Computer Engineering

Department of Chemical Engineering

Department of Computer Science and Engineering

সাধারণ প্রশ্ন ও উত্তর

আমার ব্যাচেলর ডিগ্রী আছে কিন্তু মাস্টার্স নাই। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

2 thoughts on “Texas A & M University Doctoral Fellowships”

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।