Swedish Institute (SI) Scholarship
বর্তমানে ইউরোপে উচ্চশিক্ষা এবং স্থায়ীভাবে বসবাসের দিক বিবেচনায় Sweden সব দেশ থেকে এগিয়ে আছে। “Nobel Prize” প্রদানকারী এই দেশটি প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত পেশাজীবীদের মাস্টার্স প্রোগ্রামে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিয়ে আসছে। এস এই (SI) স্কলারশিপ সুইডেন সরকার প্রদত্ত অন্যতম একটি স্বনামধন্য স্কলারশিপ এবং বর্তমানে সরকার এই স্কলারশিপটি SISGP (Swedish Institute Scholarships for Global Professionals) নামে দিচ্ছে।
এই বছর সারা বিশ্বের মাঝে ৪২ টি দেশ থেকে প্রায় ৩৩০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে। বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশী কর্মকর্তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা–
এডমিশনের জন্য: ১৬ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।
স্কলারশিপের জন্য: ১০ - ২৮ ফেব্রূয়ারি, ২০২৩।
কোর্স লেভেল– মাস্টার্স ডিগ্রী।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
Source: এই লিংক থেকে পড়ুন।
আবেদন করবেন যেভাবে–
Swedish University Admission authority এবং SI Scholarship authority দুইটি আলাদা প্রতিষ্ঠান। দুইটিরই eligibility criteria and admission procedure ভিন্ন। SISGP Scholarship এর জন্য মনোনীত হতে হলে একজন ব্যাক্তিকে আগে সুইডিশ ইউনিভার্সিটি গুলোতে Eligible master’s program এ ভর্তির জন্য আবেদন করতে হবে।
আবেদনটির দুটি প্রধান ধাপ রয়েছে।
এডমিশনের জন্য ডকুমেন্টস সাবমিট করবেন যেভাবে–
SI Scholarship এর জন্য ডকুমেন্টস সাবমিট করবেন যেভাবে–
SISGP Scholarship এ আবেদন করার জন্য নিচের ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে।
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে সর্বোচ্চ ৪ টি এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয় এডমিশন আবেদনের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা এবং স্কলারশিপ আবেদনের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
Like our page to get scholarship notification
আবেদন ফী–
SISGP Template Download Link–
Timetable | Activities |
---|---|
17 October'22 - 16 January'23 | Application for master's program |
10 February'23 - 28 February'23 | Application for SI scholarship |
30 March 22 | Notifications for university admission |
31 March'23 - 27 April'23 | Announcement of SI scholarship |
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।
আমার ৩০০০ ঘন্টা কাজের অভিজ্ঞতা নেই। আমি কি আবেদন করতে পারবো?
না, পারবেন না।
অনলাইনে কি ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে?
না, দরকার নেই। আপলোড করলে আপনার আবেদন প্রক্রিয়া বিলম্বিত হবে।
অনলাইনে এ কি Cover Sheet আপলোড করতে হবে?
না।
ট্রান্সক্রিপ্ট Sealed Envelope করার সময় কি Cover Sheet ও দিতে হবে?
না। Cover Sheet দিলে ডকুমেন্টস গ্রহন করা হবেনা।
কুরিয়ার করার সময় কি Cover Sheet ও পাঠাতে হবে?
না।
Original Transcript কি Sealed Envelope করে কুরিয়ার করা যাবে ?
না। Original Transcript ফটোকপি করে রেজিস্ট্রার দিয়ে সত্যায়িত করতে হবে এবং Sealed Envelope করতে হবে।
কুরিয়ার করবো কোন ঠিকানায়?
Address for delivery Service (FedEx, DHL etc.):
PostNord Strålfors AB
Att: University Admissions in Sweden, 070 651 15 01
Järngatan 11
Kaj 21-25
SE-195 95 Rosersberg
Address when using postal service and registered mail:
PostNord Strålfors AB
Att: University Admissions in Sweden
R 312
SE-190 81 Rosersberg
Sweden
আরও চলমান স্কলারশিপ:
1. হাঙ্গেরি সরকারি স্কলারশিপ, হাঙ্গেরি
2. University of British Columbia Doctoral Fellowship, Canada
3. University of Saskatchewan Dean's International Scholarship, Canada
4. IST Austria PhD Fellowship, Austria
agree
I agree to apply.
Do you want to take our application support service?
Where and how can I apply for Phd scholarship , please?
Sir, this scholarship is for master’s program. You can visit the link below to find out several PhD scholarships.Thanks
Link: https://www.pikdigg.com/scholarships/
LLM course
Hello
If I have working experience but don’t have any leadership experience can I apply???
Yes. Crtically, you can prove your leadership experience. You don’t need to show any leadership certificate. Thanks
Without TOFEL or IELTS score, can i apply for the scholarship?
If you are not from a medical background, you must need IELTS/TOEFL score.
My university provide 5 pages of transcript but the first page is about name, semester start-end, birth date, etc. Do I need to skip the first page or just courier the total five pages?
All five pages.