...

Pikdigg

Stipendium Hungaricum Scholarship

হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। স্কলারশিপ ও লেখাপড়ার পাশাপাশি কাজের সুবিধা থাকায়, বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০২০ সালে ৫০০০ এর চেয়েও অধিক শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছিল। এই বছর এই সংখ্যাটা আরো বাড়বে। তাছাড়া, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় আন্ডারগ্র্যজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে ৮০ জন এবং ডক্টরাল প্রোগ্রামে ২০ জনকে এই স্কলারশিপ দেয়া হয় এবং এই বছরেও ১৪০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে।

কোনো শিক্ষার্থী যদি একই সাথে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ নিতে ইচ্ছুক থাকে তাহলে ওয়ান টায়ার মাস্টার্সের জন্য আবেদন করতে হবে। ওয়ান টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে।

প্রোগ্রাম লেভেল- Undergraduate, Master's, Nuclear Energetics, PhD.

আবেদনের শেষ সময়- ১৫ জানুয়ারী, ২০২২।

যা যা পাবেন

  • ফ্রী টিউশন: ইউনিভার্সিটির কোন টিউশন ফি লাগবে না।
  • মাসিক ভাতা: ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে ১২০ ইউরো বা প্রায় ১১,৬৫০ টাকা। আর, পিএইচডি প্রোগ্রামে প্রথম ৪ সেমিস্টার ৩৯০ ইউরো বা প্রায় ৩৭,৮৫০ টাকা ও পরবর্তী চার সেমিস্টার ৫০০ ইউরো বা প্রায় ৪৮,৫৩০ টাকা।
  • ফ্রী থাকার ব্যবস্থা: ক্যাম্পাসের ডরমিটিরিতে ফ্রীতে থাকার ব্যবস্থা। উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে প্রতি মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১০,৬৭০ টাকা দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।
  • হেলথ ইনস্যুরেন্স: প্রতি বছর সর্বোচ্চ ২৭৫ ইউরো বা প্রায় ২৬,৬৯০ টাকা দেয়া হবে হেলথ ইনস্যুরেন্সের জন্য।

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • জন্মতারিখ ৩১ অগাস্ট, ২০০৪ এর আগে হতে হবে।
  • আবেদনকৃত প্রোগ্রামের Entry Qualification পূরণ করতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতা

  • বিশ্ববিদ্যালয়ভেদে IELTS/TOEFL/PTE Score Requirement ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই English Proficiency Test Requirement দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

  • প্রথম ধাপ: এই লিংক থেকে Stipendium Hungaricum Website এ সর্বোচ্চ ২ টি প্রোগ্রামে আবেদন করতে হবে। শুধু মাস্টার্স অথবা শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে।
  • দ্বিতীয় ধাপ: এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত এই লিংকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তৃতীয় ধাপ: অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনের কপি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিচের ঠিকানায় জমা দিতে হবে।

যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ 

শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।

সমস্ত কাগজপত্রের হার্ডকপি ১৬ জানুয়ারী, ২০২২ (বিকাল ৪ টা) এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সচিবালয়ের ২ নং গেইট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯ নং কাউন্টারে সকাল ১০-১১ ও বিকাল ৩:৩০-৪:৩০ এর মধ্যে জমা দিতে হবে।

বি. দ্রঃ শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের আগে সুপারভাইজারের কাছ থেকে Statement of Acceptance from Supervisor নিতে হবে। তারপর, আবেদন শুরু করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে সর্বোচ্চ ২ টি এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আবেদনের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা


তাছাড়া, পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীরা সুপারভাইজার ম্যানেজ করার জন্য আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like Our Page to Get Scholarship Notification

প্রয়োজনীয় ডকুমেন্টস

Stipendium Hungaricum Website এ নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts and Certificates (Scanned Copies of Original Documents).
  • Motivational Letter.
  • Medical Certificate (If Needed): এই লিংক থেকে Medical Certificate Form ডাউনলোড করে যেকোনো সরকারি হাসপাতাল থেকে সত্যায়িত করে আনতে হবে। অথবা, যেকোনো ফার্স্ট ক্লাস গেজেটেড মেডিকেল অফিসার থেকেও নেয়া যাবে।.
  • Passport (Scanned Copy).
  • Research Proposal (Only for PhD Applicant).
  • One Letter of Recommendation (Only for PhD Applicant).
  • Statement of Acceptance from Supervisor (Only for PhD Applicant).

শিক্ষা মন্ত্রণালয়ে নিচের ডকুমেন্টস জমা দিতে হবে।

  • Stipendium Hungaricum Website এ জমাকৃত অনলাইন আবেদন ফর্মের পিডিএফ।
  • শিক্ষা মন্ত্রণালয়ে জমাকৃত অনলাইন আবেদন ফর্মের পিডিএফ।
  • Academic Transcripts and Certificates (Photocopies of Original Documents).
  • Police Clearance Certificate.
  • Medical Certificate (If Needed).
  • Passport (Photocopy).
  • Research Proposal (Only for PhD Applicant).
  • One Letter of Recommendation (Only for PhD Applicant).
  • Statement of Acceptance from Supervisor (Only for PhD Applicant).

Official Circular Link (Bachelor & Masters): এই লিংক থেকে দেখুন।

Official Circular Link (PhD): এই লিংক থেকে দেখুন।

Bangladesh Education Ministry's Circular Link: এই লিংক থেকে দেখুন।

2 thoughts on “Stipendium Hungaricum Scholarship”

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।