Skoltech Scholarship in Russia
Skolkovo Institute of Science and Technology রাশিয়ার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। রাশিয়ার মস্কোতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। Massachusetts Institute of Technology (MIT) এর সাথে সম্মিলতভাবে এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জার্তিক ছাত্র-ছাত্রীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বিনা খরচে লেখাপড়া করার সুযোগ করে দিচ্ছে।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের দেয়া Skoltech Scholarship এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। উল্লেক্ষ যে, কোনো আবেদন ফী ছাড়াই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা-
প্রোগ্রাম লেভেল-
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা-
ন্যূনতম ইংরেজি ভাষার দক্ষতা-
আবেদন করবেন যেভাবে-
1. Application: এখান থেকে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের সময় নিচের ডকুমেন্টস জমা দিতে হবে-
2. Online Test: প্রথম ধাপ ঠিকভাবে শেষ করলে আপনাকে একটি অনলাইন টেস্ট এর জন্য ইমেইল করা হবে। এই টেস্টটি ২-৩ ঘন্টা পর্যন্ত হবে এবং আপনি নিজ বাসায় বসে এই টেস্টটি শেষ করতে পারবেন।
3. Final Interview: আপনার পোর্টফোলিও এবং অনলাইন টেস্ট এর উপর ভিত্তি করে এডমিশন কমিটি আপনাকে ফাইনাল ইন্টারভিউ এর জন্য ইমেইল দিবে। এই ইন্টার্ভিউটি আপনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বা Skoltech এ গিয়ে দিতে পারেন। তাছাড়া, আপনি যদি IELTS অথবা TOEFL Score সাবমিট না করেন, এই সময়ে একটা ইংলিশ টেস্ট ও দিতে হবে।
4. Results: ইমেইলের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দিবে। আপনাকে এডমিশন অফার করলে, অগাস্ট এ আপনার কাঙ্খিত প্রোগ্রামটি শুরু করতে রাশিয়া যেতে হবে।
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notification
যেসব বিষয়ে আবেদন করা যাবে-
১. মাস্টার্স প্রোগ্রামের বিষয়সমূহ:
২. পিএইচডি প্রোগ্রামের বিষয়সমূহ:
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।