...

Pikdigg

Rotary Peach Fellowship

বিশ্বব্যাপী শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এমন কিছু স্বনামধন্য সংস্থাগুলির  মধ্যে অন্যতম একটি হচ্ছে রোটারি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন Rotary Peach Fellowship এর আওতায় প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ১৩০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, উগান্ডা,সুইডেন এবং থাইল্যান্ডের মত উন্নত রাষ্ট্রগুলিতে উচ্চ শিক্ষার জন্য ফেলোশিপ দিয়ে থাকে । 

এই ফেলোশিপের আওতায় থাকছে প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট এবং মাস্টার্স ডিগ্রী প্রোগ্রামে পড়াশুনার সুযোগ এবং সংশ্লিষ্ট প্রোগ্রামে পড়াশুনা শেষে Governments, NGOs, Military, Education, Law enforcement, United Nations এবং World bank এ চাকুরীর সুযোগ।

আবেদনের সময়সীমা: ৩১ মে, ২০২০।

প্রোগ্রাম লেভেল: প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট এবং মাস্টার্স ডিগ্রী

যা যা পাবেন-

  • সম্পূর্ণ টিউশন ফী
  • ফ্রি থাকার ব্যবস্থা
  • রাউন্ড ট্রিপ বিমান ভাড়া
  • ইন্টার্নশীপ এবং ফিল্ড-স্টাডি বাবদ সকল খরচ

আবেদনের যোগ্যতা

  • ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • মাস্টার্স ডিগ্রী প্রোগ্রামে আবেদনের জন্য শান্তি বা উন্নয়নমূলক  কাজে কমপক্ষে ৩ বছরের  কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সার্টিফিকেট প্রোগ্রামে আবেদনের জন্য কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যারা Rotary Global Grants Scholarships পেয়েছেন, Rotary Peach Fellowship Programs এ আবেদন করতে অবশ্যই ৩ বছরের জন্য অপেক্ষা করতে হবে।
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
  • নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে।
  • যারা Rotary Peach Fellowship এর আওতায় সাটিফিকেট প্রোগ্রাম শেষ করেছেন, মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে ৩ বছরের জন্য অপেক্ষা করতে হবে এবং পুনরায় সার্টিফিকেট প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন না।
  • যারা Rotary Peach Fellowship এর আওতায় মাস্টার্স প্রোগ্রাম শেষ করেছেন, সার্টিফিকেট প্রোগ্রামে আবেদন করতে ৫ বছরের জন্য অপেক্ষা করতে হবে।
  • আবেদনকারী রোটারি ক্লাবে একটিভ মেম্বার হলে এই ফেলোশীপে আবেদন করতে পারবেনা।
  • রোটারি ক্লাব এবং রোটারি ইন্টারন্যাশনাল এ চাকুরীজীবীরা এই ফেলোশীপে আবেদন করতে পারবেনা।
  • রোটারি ক্লাবের একটিভ মেম্বার এবং চাকুরিজীবীদের সন্তান বা স্ত্রী এই ফেলোশীপে আবেদন করতে পারবেনা।

বিঃদ্রঃ ফুল-টাইম কাজ বলতে প্রতি সপ্তাহে কমপক্ষে ৩০ ঘন্টা কাজের অভিজ্ঞতাকে বুঝায়।

আবেদন করবেন যেভাবে-

এই লিংক থেকে এই ফেললোশিপে আবেদন করা যাবে।


বিঃ দ্রঃ ফেলোশীপে আবেদনের সময় ২ টা ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে। তাই, নির্ধারিত সময়ের মাঝে এই ইউনিভার্সিটি থেকে Unconditional Offer Letter থাকতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো অথবা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। তাছাড়াও, অনলাইন আবেদন এর সময় আবেদন ফর্মে থাকা সকল প্রশ্নের উত্তরসহ Essay এবং Social Impact plan লিখে দিবো।। আমাদের সার্ভিস চার্জ ১৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ থাকছে-

প্রয়োজনীয় ডকুমেন্টস-

  • CV or Resume
  • 2 Letter of Recommendations
  • Essays
  • Academic Transcripts
  • English Proficiency Test Scores (For Master’s Program)
  • Social impact plan (For certificate program only)

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.