Queen Elizabeth Commonwealth Scholarships
কমনওয়েলথ এর অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের জন্য একটি স্বনামধন্য স্কলারশিপের নাম কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপস। প্রতি বছর এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ফুল স্কলারশিপে ২ বছরের মাস্টার্স প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পায়। কমনওয়েলথ এর অন্তর্ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ সময়– ১০ জানুয়ারী, ২০২২।
প্রোগ্রাম লেভেল– মাস্টার্স।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো বেঁধে দেয়া IELTS/TOEFL Score নেই। তবে, স্কলারশিপে আবেদন করার জন্য যেই বিশ্ববিদ্যালয়টি নির্বাচন করা হবে, অবশ্যই তার IELTS/TOEFL Score Requirement পূরণ করতে হবে।
তবে, আপনার ব্যাচেলর প্রোগ্রামে Medium of Instruction যদি English হয়, অধিকাংশ বিশ্ববিদ্যায়ে IELTS/TOEFL ছাড়াই আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে ১ টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। তাছাড়া, স্টেটমেন্ট অফ পারপাসসহ অন্যান্য রাইটিংস এ প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের এপ্লিকেশন সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notification
যেসব দেশে আবেদন করা যাবে–
যেসব বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামে আবেদন করা যাবে–
প্রয়োজনীয় ডকুমেন্টস–
Scholarship এ আবেদন করার জন্য নিচের ডকুমেন্টস লাগবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।
এই স্কলারশিপে আবেদন করার জন্য কি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার থাকতে হবে ?
না।