...

Pikdigg

POSCO Asia Fellowship

POSCO Asia Fellowship কোরিয়ায় পড়তে যাওয়া এশিয়ান শিক্ষার্থীদের জন্য একটি স্বনামধন্য ফেলোশিপ। প্রতি বছর POSCO TJ Park Foundation কর্তৃক এই ফেলোশিপটি শুধু এশিয়ান শিক্ষার্থীদের দেয়া হয়। এই ফেলোশিপের আওতায় কোরিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে এবং যেকোনো বিষয়ে Master's, PhD, অথবা Integrated PhD Program এ লেখাপড়া করা যাবে।

আবেদনের শেষ তারিখ ৩১ মে, ২০২১।

প্রোগ্রাম লেভেল– Master's, PhD, Integrated PhD.

যা যা পাবেন

  • Master's: ২ বছরের জন্য সম্পূর্ণ টিউশন এবং লিভিং এক্সপেন্স।
  • PhD ও Integrated PhD: ৩ বছরের জন্য সম্পূর্ণ টিউশন এবং ২ বছরের লিভিং এক্সপেন্স।
  • সব প্রোগ্রামের জন্যই লিভিং এক্সপেন্স হিসেবে প্রতি মাসে KRW 1,000,000 বা প্রায় ৭৫,০০০ টাকা দেয়া হবে।
  • হেলথ ইন্সুরেন্স।
  • কোরিয়াতে পৌঁছানোর পর সেটেলমেন্ট এক্সপেন্স দেয়া হবে।
  • TOPIK Grant সহ অন্যান্য সুবিধা তো থাকছেই।

আবেদনের যোগ্যতা

  • Master's অথবা Integrated PhD Program এ আবেদন করতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • PhD Program এ আবেদন করতে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • বয়স, একাডেমিক রেজাল্ট, এবং কাজের অভিজ্ঞতার কোনো সীমাবদ্ধতা নেই।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

এই ফেলোশীপে আবেদন করতে কোনো IELTS/TOEFL/PTE Score লাগেনা। তবে, একটা ভালো স্কোর আপনার স্কলারশিপ পাবার চান্স আরো বাড়িয়ে দিবে।

আবেদন করবেন যেভাবে

অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। 

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ: ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • Application Form
  • Statement of Purpose
  • Academic Transcripts and Certificates
  • Letter of Recommendation (Max. 2)
  • Passport
  • IELTS/TOEFL/PTE Score (If Have)
  • CV

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

8 thoughts on “POSCO Asia Fellowship”

  1. Will I have to apply first in the universities? Or Can I apply in the scholarship first?

    Is this scholarship for fall 2021 or spring 2022?

    Reply
    • This is for Spring/Fall 2022. You have to apply for both scholarships and universities. You don’t need an offer letter to apply for this scholarship. So, you may apply for universities until its deadline after the scholarship application.

      Reply

Leave a Comment