...

Pikdigg

NUS Research Scholarship

QS Global World Ranking অনুযায়ী ১১তম স্থানে অবস্থানকারী National University of Singapore একটি জনপ্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যায়টি মাস্টার্স এবং পিএইচডি রিসার্চ প্রোগ্রামে ভর্তিকৃত মেধাবী ছাত্র-ছাত্রীদের NUS Research Scholarship দিয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় স্কলার্সরা বিনা খরচে লেখাপড়া করার পাশাপাশি মাসিক বৃত্তি পেয়ে থাকে।

আবেদনের সময়সীমা প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হয়ে থাকে। সাধারণত সেপ্টেম্বর ইনটেকের জন্য ফেব্রূয়ারি এবং জানুয়ারী ইনটেকের জন্য জুলাই পর্যন্ত আবেদন করা যায়।

কোর্স লেভেল মাস্টার্স এবং পিএইচডি রিসার্চ প্রোগ্রাম।

যা যা পাবেন

  • মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য মাসিক ১৫০০ সিঙ্গাপুরিয়ান ডলার বা প্রায় ৯০০০০ টাকা।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের জন্য মাসিক ২০০০ সিঙ্গাপুরিয়ান ডলার বা প্রায় ১২০০০০ টাকা।
  • সম্পূর্ণ টিউশন ফী।
  • পিএইচডি স্কলার্সরা PhD Qualifying Examination পাশ করলে প্রতি মাসে আরও ৫০০ বা প্রায় ৩০০০০ টাকা বেশি পেতে পারে।

স্কলারশিপের সময়সীমা

  • মাস্টার্স ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ২ বছরের জন্য এই স্কলারশিপ পাবে।
  • পিএইচডি ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৪ বছরের জন্য পাবে।
  • প্রথম ক্ষেত্রে, এই স্কলারশিপটি এক বছরের জন্য দেয়া হবে এবং পরবর্তীতে স্কলারদের ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি সেমিস্টারে রিনিউ করবে।

আবেদনের যোগ্যতা

  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কমপক্ষে সেকেন্ড ক্লাস অনার্স রেজাল্ট থাকতে হবে।
  • এই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি রিসার্চ প্রোগ্রাম থেকে অফার লেটার থাকতে হবে অথবা ইতিমধ্যে এইসব প্রোগ্রামে ভর্তি হয়ে থাকতে হবে। 
  • MOE Subsidy এর জন্য যোগ্য হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • প্রোগ্রামভেদে IELTS/TOEFL Score Requirement ভিন্ন হয়ে থাকে। আবেদন করার সময়, সংশ্লিষ্ট প্রোগ্রামের ইংরেজি ভাষার দক্ষতার রিকোয়ারমেন্ট দেখে দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

  • এই স্কলারশিপটি পেতে হলে মাস্টার্স বা পিএইচডি রিসার্চ প্রোগ্রামে এডমিশন এর জন্য আবেদন করতে হবে।
  • এবং আবেদন করার সময় অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি এই স্কলারশিপের আওতায় বিবেচিত হতে চান।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose/Motivational Letter
  • Recommendation Letters
  • Curriculum Vitae or CV
  • TOEFL/IELTS score
  • GRE/GMAT Score (If Need)
  • Research Proposal (If Need)

সিঙ্গাপুরে আরও স্কলারশিপ-

1. Singapore International Graduate Award (SINGA)

1 thought on “NUS Research Scholarship”

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।