NUS Research Scholarship
QS Global World Ranking অনুযায়ী ১১তম স্থানে অবস্থানকারী National University of Singapore একটি জনপ্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যায়টি মাস্টার্স এবং পিএইচডি রিসার্চ প্রোগ্রামে ভর্তিকৃত মেধাবী ছাত্র-ছাত্রীদের NUS Research Scholarship দিয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় স্কলার্সরা বিনা খরচে লেখাপড়া করার পাশাপাশি মাসিক বৃত্তি পেয়ে থাকে।
আবেদনের সময়সীমা– প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হয়ে থাকে। সাধারণত সেপ্টেম্বর ইনটেকের জন্য ফেব্রূয়ারি এবং জানুয়ারী ইনটেকের জন্য জুলাই পর্যন্ত আবেদন করা যায়।
কোর্স লেভেল– মাস্টার্স এবং পিএইচডি রিসার্চ প্রোগ্রাম।
যা যা পাবেন–
স্কলারশিপের সময়সীমা–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
সিঙ্গাপুরে আরও স্কলারশিপ-
1 thought on “NUS Research Scholarship”