...

Pikdigg

McMaster University Graduate Scholarships

কানাডার অন্টারিও প্রভিন্সে অবস্থিত McMaster University একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ১৪৪ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্ট মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Graduate Scholarships প্রদান করে থাকে। এই স্কলারশিপের পরিমান এমন হয় যাতে একজন শিক্ষার্থীর টিউশন ফী এবং লিভিং এক্সপেন্স কভার করে।

আবেদনের সময়সীমাপ্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রাম লেভেল রিসার্চ-বেসড মাস্টার্স এবং পিএইচডি।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি বছর প্রায় ৩০,৮০১ কানাডিয়ান ডলার। তবে, ডিপার্টমেন্টভেদে এই স্কলারশিপের পরিমান ভিন্ন হয়ে থাকে।
  • সর্বোচ্চ ২ বছর পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপটি দেয়া হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি বছর প্রায় ২৬,৪২৮ কানাডিয়ান ডলার। তবে, ডিপার্টমেন্টভেদে এই স্কলারশিপের পরিমান ভিন্ন হয়ে থাকে।
  • সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপটি দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • McMaster University তে রিসার্চ-বেসড মাস্টার'স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে।
  • যেই প্রোগ্রামটিতে আবেদন করবেন, তার Admission ও English Language Proficiency Requirements ফুলফিল করতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: নূন্যতম ওভারঅল স্কোর ৬.৫ আর কোনো ব্যান্ড এ ৫.৫ এর নিচে থাকা যাবেনা।
  • TOEFL: নূন্যতম ওভারঅল স্কোর ৯২।

বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Scores ভিন্ন হতে পারে। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই English Language Proficiency Requirements দেখে নিতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

Masters Programs:

  • Biochemistry (MSc)
  • Chemistry (MSc)
  • Chemical Biology (MSc)
  • Chemical Engineering (MASc)
  • Civil Engineering (MASc)
  • Computational Science and Engineering (MSc/MASc)
  • Engineering Physics (MASc)
  • Economics (MA)
  • Economic Policy (MA)
  • English (MA)
  • Earth and Environmental Science (MSc)
  • Geography (MA/MSc)
  • Global Health (MSc)
  • Globalization (MA)
  • Health & Aging (MA)
  • Health & Radiation Physics (MSc)
  • Health Science Education (MSc)
  • Health Research Methodology (MSc)
  • Labour Studies (MA)
  • Material Science (MASc)
  • Mathematics (MSc)
  • Materials Engineering (MASc)
  • Mechanical Engineering (MASc)
  • Medical Sciences (MSc)
  • Radiation Sciences (MSc)
  • Sociology (MSc)
  • Statistics (MSc)

PhD Programs:

  • Biochemistry (PhD)
  • Business Administration (PhD)
  • Chemistry (PhD)
  • Chemical Biology (PhD)
  • Chemical Engineering (PhD)
  • Computer Science (PhD)
  • Civil Engineering (PhD)
  • Computational Science and Engineering (PhD)
  • Economics (PhD)
  • Electrical and Computer Engineering (PhD)
  • Engineering Physics (PhD)
  • English (PhD)
  • Environmental Science (PhD)
  • Geography (PhD)
  • Global Health (PhD)
  • Health & Society (PhD)
  • Health Policy (PhD)
  • Health Research Methodology (PhD)
  • Labour Studies (PhD)
  • Materials Science & Engineering (PhD)
  • Mathematics (PhD)
  • Mechanical Engineering (PhD)
  • Radiation Sciences (PhD)
  • Software Engineering (PhD)
  • Social Gerontology (PhD)
  • Sociology (PhD)
  • Statistics (PhD)

আবেদন করবেন যেভাবে

  • মাস্টার'স বা পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক মেরিট, আয়েল্টস/টোফেল স্কোর, এসওপি, পাবলিকেশন্স, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশবিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই স্কলারশিপের জন্য নির্বাচন করবেন।
  • অনেক Research-Based প্রোগ্রামে আবেদন করার পূর্বেই সুপারভাইজার ম্যানেজ করা বাধ্যতামূলক। তাই, আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে।

বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

এই বিশ্ববিদ্যালয়সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। 


তাছাড়াও, আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

এছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS Score 
  • GMAT/GRE (If Needed)

Official Circular Link: বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে এই স্কলারশিপের বর্ণনা দিয়েছে। আমরা ৩ টা ডিপার্টমেন্টের রেফারেন্স দিলাম এখানে।

Reference 1

Reference 2

Reference 3

সাধারণ প্রশ্ন ও উত্তর

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

অনেক Research-Based প্রোগ্রামগুলোতে আগেই সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আবার, কিছু প্রোগ্রাম আছে যেখানে সুপারভাইজার ম্যানেজ না করেই আবেদন করা যায়।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

8 thoughts on “McMaster University Graduate Scholarships”

  1. Worthy information. I strongly believe this insights will help the potential candidates to apply for aspired higher education and fulfill their cherished dream.

    Reply

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.