McMaster University Graduate Scholarships
কানাডার অন্টারিও প্রভিন্সে অবস্থিত McMaster University একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ১৪৪ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্ট মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Graduate Scholarships প্রদান করে থাকে। এই স্কলারশিপের পরিমান এমন হয় যাতে একজন শিক্ষার্থীর টিউশন ফী এবং লিভিং এক্সপেন্স কভার করে।
আবেদনের সময়সীমা– প্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।
প্রোগ্রাম লেভেল– রিসার্চ-বেসড মাস্টার্স এবং পিএইচডি।
Follow our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Scores ভিন্ন হতে পারে। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই English Language Proficiency Requirements দেখে নিতে হবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
Masters Programs:
PhD Programs:
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।
আমাদের সার্ভিস
এই বিশ্ববিদ্যালয়সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো।
তাছাড়াও, আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
এছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে এই স্কলারশিপের বর্ণনা দিয়েছে। আমরা ৩ টা ডিপার্টমেন্টের রেফারেন্স দিলাম এখানে।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?
অনেক Research-Based প্রোগ্রামগুলোতে আগেই সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আবার, কিছু প্রোগ্রাম আছে যেখানে সুপারভাইজার ম্যানেজ না করেই আবেদন করা যায়।
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।
Worthy information. I strongly believe this insights will help the potential candidates to apply for aspired higher education and fulfill their cherished dream.
Thanks for your appreciation.
I am Master’s in physiotherapy subject. Have 18 years experience. Can apply Master or PhD
It will be better to apply for Ph.D. if you have a good research article. Thanks
I am a BBA graduates,which programme is suite for me as a future master programme?
Master of Business Administration.
I’m a BA(English) graduates, which programme i can study and kindly suggest some University
Thanks in advance.
Thanks for your question.
You can try for MA in English or related programs.