...

Pikdigg

Malaysia International Scholarship

মালয়েশিয়ান সরকার কর্তৃক প্রদত্ত Malaysia International Scholarship (MIS) একটি স্বনামধন্য স্কলারশিপ। প্রতি বছর এই স্কলারশিপের আওতায় সারা বিশ্ব থেকে মেধাবী শিক্ষার্থীরা মালয়েশিয়াতে ফুল স্কলারশিপে মাস্টার্স/পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পেয়ে থাকে। এই পোস্টের মাধ্যমে MIS স্কলারশিপের সুবিধাসমূহ, আবেদনের যোগ্যতা, আবেদনের নিয়মাবলী ও অন্নান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।

আবেদনের শেষতারিখ- ১৮ মে ২০২৩।

প্রোগ্রাম লেভেল- মাস্টার্স এবং পিএইচডি।

Like Our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন–

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • লিভিং এক্সপেন্স হিসেবে প্রতি মাসে ১,৫০০ মালয়েশিয়ান রিংগিত (প্রায় ৩০,০০০ টাকা)।

আবেদনের যোগ্যতা-

মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারী: 

  • ব্যাচেলর প্রোগ্রামে কমপক্ষে সিজিপিএ ৩ অথবা সেকেন্ড ক্লাস আপার (অনার্স) থাকতে হবে।
  • বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবেনা।

পিএইচডি প্রোগ্রামে আবেদনকারী: 

  • মাস্টার্স প্রোগ্রামে কমপক্ষে সিজিপিএ ৩ থাকতে হবে।
  • বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবেনা।

ন্যূনতম ইংরেজি ভাষার দক্ষতা-

  • Academic IELTS:  মিনিমাম ওভারঅল স্কোর ৬। অথবা,
  • TOEFL (PBT):  মিনিমাম ওভারঅল স্কোর ৫৫০। অথবা,
  • ব্যাচেলর/মাস্টার্স প্রোগ্রামে Medium of Instruction (MOI) ইংলিশ হলে, IELTS/TOEFL ছাড়া আবেদন করা যাবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ-

 নিন্মোক্ত ক্ষেত্রসমূহ প্রাধান্য দেয়া হবে।

  • Education
  • Arts and Humanities
  • Social Sciences, Journalism and Information
  • Business, Administration and Law
  • Natural Sciences, Mathematics and Statistics
  • Information and Communication Technologies
  • Engineering, Manufacturing and Construction
  • Agriculture, Forestry, Fisheries and Veterinary
  • Health and Welfare (*not including medicine, nursing and pharmacy)

আবেদন করবেন যেভাবে-

  • আবেদনকারীকে এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল ও সাবজেক্ট অনুযায়ী সর্বোচ্চ ৩ টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো এবং এই স্কলারশিপে আবেদন করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে প্রয়োজনীয় গাইডলাইনসহ আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করতে পারবেন। 

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যানরাইটিং ও রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

যেসব বিশ্ববিদ্যালয় নির্বাচর করা যাবে-

অনলাইনে আবেদনের সময় সর্বোচ্চ ৩ টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করা যাবে।

  • Universiti Teknologi Malaysia (UTM)
  • Universiti Putra Malaysia (UPM)
  • Universiti Malaya (UM)
  • Universiti Teknologi Mara (UiTM)
  • Universiti Islam Antarabangsa Malaysia (UIAM/IIUM)
  • Universiti Utara Malaysia (UUM)
  • Universiti Kebangsaan Malaysia (UKM)
  • Universiti Tun Hussein Onn Malaysia (UTHM)
  • Universiti Sains Islam Malaysia (USIM)
  • Universiti Pendidikan Sultan Idris (UPSI)
  • Universiti Malaysia Terengganu (UMT)
  • Universiti Malaysia Sabah (UMS)
  • Universiti Malaysia Pahang (UMP)
  • Universiti Malaysia Sarawak (UNIMAS)
  • Universiti Malaysia Perlis (UNIMAP)
  • Universiti Sultan Zainal Abidin (UNISZA)
  • Universiti Pertahanan Nasional Malaysia (UPNM)
  • Universiti Malaysia Kelantan (UMK)
  • Universiti Teknologi Petronas (UTP)
  • Universiti Tenaga Nasional (UNITEN)
  • Multimedia University (MMU)
  • International Centre for Education in Islamic Finance (INCEIF)

প্রয়োজনীয় ডকুমেন্টস-

অনলাইনে আবেদনের সময় নিন্মলিখিত ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Passport (With minimum validity of 6 months)
  • Academic Certificates & Transcripts
  • IELTS/TOEFL Score (If have)
  • Letter of Recommendation (Two)
  • Endorsement Form
  • Research Proposal
  • Admission Letter from University (If Applicable)
  • CV

Official Circular Link: এখানে দেখুন।

10 thoughts on “Malaysia International Scholarship (MIS)”

  1. Thanks for the good advice. About I’m intereest will doing of higher education for Phd in Management degree from Australia. Pls by schollership taking purposed help to me from your side.
    Best of luck.
    Md. Zakir Hossain
    Cell : +8801718383878
    sz*****@gm***.com

    Reply

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।