KAUST Fellowship
কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি (KAUST) সৌদি আরবের অন্যতম একটি রিসার্চ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। একমাত্র ইংরেজি মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামে লেখাপড়া করানো হয়। উল্লেখ্য যে, এটিই সৌদি আরবের প্রথম মিক্সড-জেন্ডার বিশ্ববিদ্যালয় যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া, ২০১৯ সালে KAUST তাদের গবেষণা ফলাফলের জন্য বিশ্বের দ্রুততম উঠতি বিশ্ববিদ্যালয়ের মাঝে ৮ম হয়েছিল।
বর্তমানে কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজিতে ফল ২০২১ সেশনে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। অন্যান্য দেশের মত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রী KAUST Fellowship পাবে।
আবেদনের সময়সীমা: ২ ডিসেম্বর ২০২১।
প্রোগ্রাম লেভেল: মাস্টার্স এবং পিএইচডি।
যা যা পাবেন–
যেসব বিষয়ে আবেদন করা যাবে-–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notifications
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
I am interested
Okay, thanks.