Hong Kong PhD Fellowship Scheme
Hong Kong PhD Fellowship Scheme এর অধীনে হংকং এর ৮ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ৩-৪ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এই স্কলারশিপ Research Grants Council (RGC) of Hong Kong দ্বারা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের মেধাবী ছাত্রদের হংকং এর ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে পড়ালেখা করার সুযোগ করে দেয়া।
প্রোগ্রাম ল্যাংগুয়েজ: ইংরেজি।
স্কলারশিপের সংখ্যা: ৩০০ টি পিএইচডি ফেলোশিপ।
কোর্স লেভেল: পিএইচডি।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বের, ২০২২।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
IELTS/TOEFL: বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি ভাষার দক্ষতার স্কোর ভিন্ন হয়ে থাকে। তবে, আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে থাকেন, তাহলে IELTS/TOEFL Score এর পরিবর্তে Medium of Instruction (MOI) ব্যবহার করতে পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স এবং পাবলিকেশন ছাড়া শুধু MOI দিয়ে এই ফেলোশিপ পাওয়া প্রায় অসম্ভব। তাই, আমাদের পরামর্শ থাকবে খুব ভালো প্রোফাইল না হলে, IELTS/TOEFL Score ছাড়া আবেদন না করা।
কিন্তু, আবেদন করার পূর্বে অবশ্যই IELTS/TOEFL Requirement দেখে নিতে হবে।
যেসব ফিল্ডে আবেদন করা যাবে–
নিচের ফিল্ডের অন্তর্ভুক্ত যেকোনো বিষয়ে আবেদন করা যাবে।
আবেদন করবেন যেভাবে–
- City University of Hong Kong
Application Deadline: 1 December 2022 - Hong Kong Baptist University
Application Deadline: 1 December 2022 (11:59 pm Hong Kong Time) - Lingnan University
Application Deadline: 2 December 2022 (11:59 pm Hong Kong Time) - The Chinese University of Hong Kong
Application Deadline: 1 December 2022 (5:00 pm Hong Kong Time) - The Education University of Hong Kong
Application Deadline: 1 December 2022 - The Hong Kong Polytechnic University
Application Deadline: 1 December 2022 (11:59 pm Hong Kong Time) - The Hong Kong University of Science and Technology
Application Deadline: 1 December 2022 (11:59 pm Hong Kong Time) - The University of Hong Kong
Application Deadline: 1 December 2022 (11:59 pm Hong Kong Time)
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সার্ভিসের আওতায় আমরা আপনার প্রোফাইল অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট নির্বাচন করে দিবো, স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like Our Page to Get Scholarship Notifications
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।