Fulbright Foreign Student Program
United States of America বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য এক নম্বর পছন্দের দেশ। শিক্ষার মান, উন্নতমানের গবেষণার সুযোগসহ অন্যান্য কারণে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি জমাচ্ছে।
প্রতি বছর Fulbright Foreign Student Program এর আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা ফুল স্কলারশিপে আমেরিকার কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পায়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বর্তমানে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করছে।
বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের তরুণশিক্ষক; গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের কর্মী, এবং সরকারী ও ব্যক্তিমালিকানাধীন খাতের কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের পেশাজীবীগণ এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবে।
আবেদনের শেষ তারিখ– ১ জুন ২০২২।
কোর্স লেভেল– মাস্টার্স ডিগ্রী।
Want to Get More Scholarship Notifications? Press the Like Button to Follow Us
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
যেসব ফিল্ডে আবেদন করা যাবে–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় এই স্কলারশিপে আবেদন করে দিবো। তাছাড়া, Personal Statement, Study Objectives, Study Plan, Writing Sample লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো ও লেখাগুলো রিভিউ করে দিবো। আমাদের সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আমাদের কাছ থেকে এই স্কলারশিপে আবেদন করার জন্য Personal Statement, Study Plan, Study Objectives, Writing Sample Writing Service নিতে পারেন।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।