University of British Columbia Doctoral Fellowship
বাংলাদেশীদের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, চাকুরী এবং স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডা প্রথম সারির দেশ। University of British Columbia (UBC) কানাডার একটি অন্যতম সরকারি বিশ্যবিদ্যালয় যা (Vancouver) ভ্যাঙ্কুভার প্রভিন্সে অবস্থিত। বর্তমানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫১ তম এবং টাইমস হায়ার এডুকেশন রেঙ্কিং অনুযায়ী এর অবস্থান ৩৪ তম।
University of British Columbia প্রতি বছর PhD, DMA, MD-PhD প্রোগ্রামগুলিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের FOUR YEAR DOCTORAL FELLOWSHIP (4YF) দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ফেলোশিপে আবেদনের কোনো শেষ সময় নেই। আপনি যেই প্রোগ্রামে আবেদন করবেন তার এপ্লিকেশন ডেডলাইন থাকলেই হবে।
প্রোগ্রাম লেভেল: PhD (Doctor of Philosophy), DMA (Doctor of Musical Arts), এবং MD-PhD (Doctorate of Medicine and of Philosophy)
Follow our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Score Requirements ভিন্ন হতে পারে। তাছাড়া, ব্যাচেলর/মাস্টার্স প্রোগ্রামের Medium of Instruction (MOI) ইংলিশ হলে, কিছু ডিপার্টমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেস্ট রিকোয়্যারমেন্ট Waive করে থাকে। আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে এই বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে। তবে, ভালো একাডেমিক রেজাল্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স এবং পাবলিকেশন ছাড়া শুধু MOI দিয়ে কানাডাতে স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব। তাই, আমাদের পরামর্শ থাকবে খুব ভালো প্রোফাইল না হলে, IELTS/TOEFL/PTE/DET Score ছাড়া আবেদন না করা।
Source: Medium of Instruction (MOI) এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
এই লিংক থেকে বিষয়সমূহ (শুধু পিএইচডি) দেখা যাবে।
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ বাংলাদেশী শিক্ষার্থীরা কোন আবেদন ফী ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।