...

Pikdigg

Eric Bleumink Fund

University of Groningen নেদারল্যান্ডস এর একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে QS World University Rankings অনুযায়ী এর অবস্থান ১২৮ তম। প্রতি বছর মাস্টার্স প্রোগ্রামে ভর্তিকৃত মেধাবী শিক্ষার্থীদের Eric Bleumink Fund প্রদান করে থাকে এই বিশ্ববিদ্যালয়টি।

আবেদনের শেষ তারিখ প্রতি বছর ১'লা ডিসেম্বর।

প্রোগ্রাম লেভেল মাস্টার্স (MSc/MA/LL.M.)

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • লিভিং এক্সপেন্সেস। 
  • বই।
  • হেলথ ইনসুরেন্স।
  • ট্রাভেল গ্রান্ট।

আবেদনের যোগ্যতা

  • নিচের প্রোগ্রামসমূহ থেকে Conditional or Uncondional Admission Offer পেতে হবে।       প্রোগ্রাম লিংক: https://www.rug.nl/masters/alphabetical
  • একাডেমিক পারফরমেন্স খুব ভালো হতে হবে এবং রেকমেন্ডেশন লেটারে তা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
  • ব্যাচেলর প্রোগ্রামে ভালো ফলাফলের অধিকারী হতে হবে।
  • আপনি যেই প্রোগ্রামে ভর্তি হতে চান সেই প্রোগ্রামের ইংরেজি ভাষার দক্ষতার রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে।
  • ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

প্রোগ্রামভেদে IELTS/TOEFL/PTE Score Requirement ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার সময়, সংশ্লিষ্ট প্রোগ্রামের ইংরেজি ভাষার দক্ষতার রিকোয়ারমেন্ট দেখে দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

স্কলারশিপ পেতে হলে সংশ্লিষ্ট প্রোগ্রামে এডমিশন এর জন্য আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফার লেটার প্রাপ্ত শিক্ষার্থীদের থেকে এই স্কলারশিপের জন্য উপযুক্ত প্রার্থী মনোনীত করবেন।


Program Lists: https://www.rug.nl/masters/alphabetical


বিঃদ্রঃ যেসব আবেদনকারী ফেব্রূয়ারি মাসের পূর্বে মাস্টার্স প্রোগ্রামে অফার লেটার পাবে, তারাই শুধু স্কলারশিপের জন্য বিবেচিত হবে। তাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসেম্বর মাসের মাঝে সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদন করতে বলেছে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এডমিশনের জন্য এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।


তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like Our Page to Get Scholarship Notifications

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Personal Statement/Motivational Letter
  • Recommendation Letters
  • Curriculum Vitae or CV
  • TOEFL/IELTS score (If Needed)
  • Passport

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.