...

Pikdigg

Dean's International Excellence Scholarship

যুক্তরাজ্য পৃথিবীর ১০ টি সেরা উন্নত রাষ্ট্রের মধ্যে একটি। যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিদেশী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। এইরকম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো Dean’s International Excellence Scholarship যা University of Leeds এর বিজনেস স্কুল আন্তর্জার্তিক শিক্ষার্থীদের দিয়ে থাকে। বিভিন্ন দেশের মধ্য থেকে মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশীপের আওতায় বিনা খরচে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে।

আবেদনের শেষ তারিখ- ৩০ এপ্রিল, ২০২০

কোর্স লেভেল- এক বছরের মাস্টার্স  ডিগ্রী

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফি

আবেদনের যোগ্যতা

  • Leeds University Taught Masters Programme থেকে Conditional অথবা Unconditional Offer Letter থাকতে হবে।
  • ভাল Work Experience অথবা Extra-Curricular Activities থাকতে হবে।
  • ভাল Work Experience অথবা Extra-Curricular Activities থাকতে হবে।

University Admission এর জন্য-

  • ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • ব্যাচেলর প্রোগ্রামে কমপক্ষে ৭০% মার্কস থাকতে হবে অথবা সিজিপিএ ৪ এর মাঝে কমপক্ষে ৩.২থাকতে হবে।
  • ব্যাচেলর প্রোগ্রাম ৪ বছরের কম হলে, ১-২ বছরের মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • এবং মাস্টার্স প্রোগ্রামে কমপক্ষে ৭০% মার্কস থাকতে হবে অথবা সিজিপিএ কমপক্ষে ৪ এর মাঝে ৩ থাকতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা-

  • Academic IELTS: Overall 6.5 with no less than 6.0 in each section.
  • TOEFL iBT: At least 92 overall with a minimum of 21 in Listening, 21 in Reading, 23 in Speaking and 22 in Writing.
  • PTE Academic: Overall 60 on with at least 60 in each component.

প্রোগ্রামসমূহ-

  • এই স্কলারশীপের আওতায় প্রোগ্রামসমূহ এই লিংক থেকে দেখুন।

আবেদন করবেন যেভাবে

  • প্রথমত, আপনাকে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করে Offer Letter আনতে হবে।
  • দ্বিতীয়ত, এই Offer Letter দিয়ে স্কলারশীপের জন্য আবেদন করতে হবে এই লিংক থেকে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো অথবা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। 

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

এডমিশনের জন্য আপনার নিচের ডকুমেন্টস লাগবে।

  • Academic Certificates and Transcripts
  • English Language Proficiency Score
  • Scanned copies of UK Visas/Permits (যদি থাকে)
  • Personal Statement
  • CV
  • 2 Letter of Recommendations

তবে, প্রোগ্রামভেদে ডকুমেন্টস ভিন্ন হতে পারে। তাই আবেদন করার পূর্বে অবশ্যই, প্রোগ্রাম ডকুমেন্টস লিস্ট চেক করে নিবেন।

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.