Deakin University Research Scholarship
উচ্চশিক্ষা, ভ্রমণ বা স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশী নাগরিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে অস্ট্রেলিয়া। Deakin university এই দেশের একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় যা ভিক্টোরিয়া প্রদেশে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে QS Global World Ranking এ ২৭১তম অবস্থানে রয়েছে।
দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশী শিক্ষর্শীদের বিনা খরচে লেখাপড়ার সুযোগ করে দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি। অস্ট্রেলিয়ান সরকার প্রদত্ত research Training Program (RTP) এবং Deakin University প্রদত্ত Deakin University Postgraduate Research Scholarship (DUPRS) এর আর্থিক সহায়তায় রিসার্চবেসড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে বর্তমানে আবদেন গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আবেদনের সময়সীমা: সারা বছর আবেদন করা যাবে।
প্রোগ্রাম লেভেল: Research Master Degree & Doctoral Degree
যা যা পাবেন–
যেসব ফ্যাকাল্টিতে আবেদন করা যাবে-
আবেদনের যোগ্যতা-
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা-
আবেদন করবেন যেভাবে-
আপনি যদি নিচের ফ্যাকাল্টিগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে সাবমিট করতে হবে। তারপর ফ্যাকাল্টি যদি আপনাকে ফরমেট আবেদন সাবমিট করতে বলে, আপনি ৮ টি ধাপ সম্পূর্ণ করে আবেদন শেষ করবেন।
আর নিচের ফ্যাকাল্টিগুলোতে সরাসরি ফর্মাল আবেদন সাবমিট করতে হবে।আর এখানেও ৮ টি ধাপ সম্পূর্ণ করে আবেদন শেষ করতে হবে।
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।