...

Pikdigg

Helmut Schmidt Scholarship

The German Academic Excellence (DAAD) আন্তর্জার্তিক শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে। এই রকম একটি স্বনামধন্য স্কলারশিপ হলো DAAD Helmut Schmidt Programme Scholarship (Master’s Scholarships for Public Policy and Good Governance) এবং এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবে। ইংরেজি মাধ্যমে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষার্থীরা স্কলারশিপসহ বিনা টিউশন ফিতে জার্মানিতে মাস্টার্স ডিগ্রী করতে পারবে।

আবেদনের সময়সীমা– ১ জুন - ৩০ জুলাই, ২০২১।

কোর্স লেভেল মাস্টার্স।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • মাসিক ৮৫০ ইউরো বৃত্তি।
  • স্বাস্থ্যবীমা।
  • উপযুক্ত ভ্রমণ ভাতা। 
  • অধ্যয়ন ও গবেষণা কাজের জন্য ভর্তুকি।
  • মাসিক ভাড়া ভর্তুকি (যেখানে প্রযোজ্য)।
  • স্ত্রী এবং বাচ্চাদের জন্য প্রযোজ্য ভাতা।
  • ৬ মাস মেয়াদী জার্মান ভাষা কোর্স। 

আবেদনের যোগ্যতা

  • ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রী থাকতে হবে।
  • রাজনীতি এবং সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্টাডি গ্যাপ ৬ বছরের বেশি না হলে, স্কলারশিপের জন্য বেশি প্রাধান্য দেয়া হবে। জার্মানিতে ১৫ মাসের বেশি সময় অবস্থান করে থাকলে, এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

প্রোগ্রামভেদে IELTS/TOEFL Score Requirement ভিন্ন হয়ে থাকে। আবেদন করার সময়, সংশ্লিষ্ট প্রোগ্রামের ইংরেজি ভাষার দক্ষতার রিকোয়ারমেন্ট দেখে দেখে নিতে হবে।

যেসব কোর্সে আবেদন করা যাবে

নিচে উল্লেখিত বিশ্ববিদ্যালয় এবং প্রদত্ত কোর্স গুলো তে আবেদন করতে পারবেন।

  • Hochschule Bonn-Rhein-Sieg: Analysis and Design of Social Protection Systems
  • Universität Duisburg-Essen: Master of Development and Governance
  • Willy Brandt School of Public Policy at the University of Erfurt: Master of Public Policy (MPP)
  • Universität Magdeburg: Peace and Conflict Studies
  • Hochschule Osnabrück: Management in Non-Profit- Organisations
  • Universität Passau: Development Studies
  • Universität Passau: Master of Governance and Public Policy
  • Universität Potsdam: Master of Public Management (MPM)

আবেদন করবেন যেভাবে

আবেদনটি অবশ্যই ইংরেজি অথবা জার্মান মাধ্যমে করতে হবে এবং আবেদনে উল্লেখ করতে  হবে যে আপনি DAAD Helmut-Schmidt Programme (Master’s scholarships for Public Policy and Good Governance) এর জন্য আবেদন করছেন। আপনি সর্বোচ্চ ২ টা মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবেন।

  • প্রথম ধাপ: Research Grants and Study Scholarships এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • দ্বিতীয় ধাপ: মোটিভেশন লেটার প্রস্তুত করতে হবে। কোন কোর্সটি আপনার প্রথম অগ্রাধিকার এবং কোনটি দ্বিতীয়, কেন এই কোর্সগুলো আপনি নিতে চান এই মর্মে মোটিভেশন লেটারটি লিখতে হবে।
  • তৃতীয় ধাপ: আবেদন ফর্ম, মোটিভেশনাল লেটার, এবং নিচে উল্লিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস নির্বাচিত ২ টি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে হবে।
  • চতুর্থ ধাপ: নির্বাচকমণ্ডলী DAAD Helmut Schmidt Programme Scholarship এর জন্য পোটেনশিয়াল ক্যান্ডিডেট নির্বাচন করবে এবং এই স্কলারশিপে আবেদন করতে বলবে। আপনাকে স্কলারশিপে আবেদন করতে বলা হলে, এই লিংক থেকে এই স্কলারশিপে আবেদন করবেন।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আপনার প্রোফাইল অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করে দিব এবং দাদ স্কলারশিপের জন্য কোর্সে আবেদন করে দিব। তারপর, দাদ কর্তৃপক্ষ আপনাকে স্কলারশিপের জন্য নির্বাচিত করলে, স্কলারশিপে আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ- প্রতি কোর্সে স্কলারশিপ আবেদন ৫০০০ টাকা এবং ফাইনাল দাদ স্কলারশিপ আবেদন ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • DAAD Application form for Research Grants and Study Scholarships (hand-signed, but electronically edited)
  • Hand-signed and dated motivation letter (one single letter for both universities)
  • Hand-signed and dated full curriculum vitae
  • Academic Transcripts and Certificates
  • Language Certificates
  • One letter of recommendation, signed and recently dated by university professor or current employer, supplemented by an official letterhead, and stamp (not in a sealed envelope) Certificates of employment (If Applicable)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

জার্মানিতে আরও যত স্কলারশিপ:

  1. DAAD Development Related Postgraduate Courses Scholarship

2 thoughts on “DAAD Helmut Schmidt Programme Scholarship”

  1. Hi
    I try to several times Mob no-01572213180 why you have given this no if you didn’t receive mob.
    sorry for comments, call me pls 01713409814 thanks

    Reply

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।