...

Pikdigg

Chulalongkorn University Graduate Scholarship

বাংলাদেশ থেকে এশিয়া মহাদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করলে প্রথমেই জাপান এবং থাইল্যান্ড এর নাম আসবে। প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য থাইল্যান্ডে পাড়ি জমাচ্ছে। Chulalongkorn University থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত একটি জনপ্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয় যা QS World University Ranking অনুযায়ী ২০৮তম স্থানে অবস্থান করছে। বাংলাদেশী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের দেয়া Graduate Scholarship Program এর আওতায় ২ বছরের মাস্টার্স এবং ৩ বছরের পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে।

বর্তমানে এই স্কলারশিপের এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। উল্লেক্ষ যে, কোনো আবেদন ফী ছাড়াই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময় - ১৬ অক্টোবর, ২০২০।

প্রোগ্রাম লেভেল- মাস্টার্স এবং পিএইচডি।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • প্রতিমাসে ১৬০০০০ বাত (Baht) বা প্রায় ৪৪,০০০ বাংলাদেশী টাকার বৃত্তি।
  • থাইল্যান্ডে যাবার এবং থাইল্যান্ড থেকে ফিরে আসার জন্য ইকোনমি ক্লাসের এয়ার টিকেট।

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
  • পিএইচডি প্রোগ্রাম এর ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • ব্যাচেলর প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ২৭৫ এবং মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ৩২৫ থাকতে হবে।
  • আবেদন করার সময় বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
  • ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: আইএলটিএস এ নূন্যতম ওভারঅল স্কোর ৫ থাকতে হবে।
  • TOEFL: TOEFL এ নূন্যতম ওভারঅল স্কোর ৫৫০ থাকতে হবে।

যেসব ফিল্ডে আবেদন করা যাবে

  • এই লিংক থেকে প্রোগ্রামগুলো দেখতে পারবেন।

আবেদন করবেন যেভাবে

  • Admission Application: অনলাইনে এই লিংক থেকে প্রোগ্রাম নির্বাচন করে এডমিশন এর জন্য আবেদন করতে হবে। তারপর, এই বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেলে, এই স্কলারশিপে আবেদন করতে হবে।
  • Scholarship Application: স্কলারশিপে আবেদনের জন্য, এই লিংক থেকে আবেদন ফরমটি ডাউনলোড করতে হবে। সবশেষে, ফরমটি পূরণ করে প্রয়োজনীয় সব ডকুমেন্টস সহ আপনি যেই ডিপার্টমেন্ট থেকে অফার লেটার পেয়েছেন, ওই ডিপার্টমেন্ট এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like Our Page to Get Scholarship Notifications

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদন ফর্মের সাথে নিচের ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে। 

  • A Complete Application Form
  • CV
  • Academic Transcripts and Certificates
  • Photograph
  • A Photocopy of Passport
  • 2 Letters of Recommendation
  • A Medical Certificate

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।