...

Pikdigg

CEU Doctoral Scholarships

অষ্টিয়ার ভিয়েনায় অবস্থিত সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি স্নাতকোত্তর শিক্ষার জন্য একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়।  ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর ডক্টরাল প্রোগ্রামের জন্য ভর্তিকৃত শিক্ষার্থীদের CEU Doctoral Scholarships প্রদান করে থাকে।  এই ডক্টরাল স্কলারশিপ শিক্ষাদানের সম্পূর্ণ খরচ কভার করে, এছাড়া আবাসন এবং জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য একটি মাসিক উপবৃত্তি দিয়ে থাকে। 

আবেদনের শেষতারিখ- ফেব্রুয়ারি ১, ২০২৪ (২৩:৫৯, সেন্ট্রাল ইউরোপীয় সময়)।

বি দ্রঃ পিএইচডি প্রোগ্রামের আবেদনই স্কলারশিপ এর জন্য বিবেচিত হবে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।

প্রোগ্রাম লেভেল- পিএইচডি।

Like Our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন–

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • মাসিক ১৬৮০ ইউরো স্টাইপেন্ড।
  • নির্ধারিত হারে হাউসিং এবং লিভিং এক্সপেন্স এর জন্য মাসিক স্টাইপেন্ড। 

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকৃত বিষয়ের সাথে সংশ্লিষ্ট  ব্যাচেলর বা  মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং ডকুমেন্টেশন প্রদান করতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • Doctor of Juridical Science / Doctor iuris
  • Doctor of Philosophy in Business Administration
  • Doctor of Philosophy in Cognitive Science
  • Doctor of Philosophy in Comparative Gender Studies
  • Doctor of Philosophy in Comparative History
  • Doctor of Philosophy in Economics
  • Doctor of Philosophy in Environmental Sciences and Policy
  • Doctor of Philosophy in Late Antique, Medieval, and Early Modern Studies
  • Doctor of Philosophy in Network Science
  • Doctor of Philosophy in Philosophy
  • Doctor of Philosophy in Political Science – Track: Comparative and International Political Economy
  • Doctor of Philosophy in Political Science – Track: Comparative Politics
  • Doctor of Philosophy in Political Science – Track: International Relations
  • Doctor of Philosophy in Political Science – Track: Political Theory
  • Doctor of Philosophy in Political Science – Track: Public Policy
  • Doctor of Philosophy in Sociology and Social Anthropology

ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: নূন্যতম ওভারঅল স্কোর 6.5 (আবেদনের সময়ের ২ বছরের আগের স্কোর গ্রহণযোগ্য নয়)।
  • TOFEL: নূন্যতম ওভারঅল স্কোর 88 (আবেদনের সময়ের ২ বছরের আগের স্কোর গ্রহণযোগ্য নয়)।
  • PTE: নূন্যতম ওভারঅল স্কোর 59 (আবেদনের সময়ের 5 বছরের আগের স্কোর গ্রহণযোগ্য নয়)।
  • Duolingo English Test: নূন্যতম ওভারঅল স্কোর 125 (আবেদনের সময়ের 1 বছরের আগের স্কোর গ্রহণযোগ্য নয়)।

Statement of Purpose Writing Service

আবেদন করবেন যেভাবে-

পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক মেরিট, আয়েল্টস/টোফেল স্কোর, পাবলিকেশন্স, এপ্লিকেশন রাইটিংস, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই ফেলোশিপের আওতায় বিবেচিত করবেন।

আমাদের সার্ভিস

এই বিশ্ববিদ্যালয়সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। 

তাছাড়াও, আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা রিসার্চ প্রপোজাল, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি রাইটিং ও রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Official Circular Link: এখানে দেখুন।

Leave a Comment