Australia Awards Scholarship
অস্ট্রেলিয়ান সরকার প্রদত্ত Australia Awards Scholarship বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশকে দেয়া একটি স্বনামধন্য বৃত্তি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সমৃদ্ধি বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। ২০২৫ সেশনের ভর্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রোগ্রাম লেভেল- Masters (Coursework and Research Based Program)
আবেদনের শেষ সময়– ৩০ এপ্রিল, ২০২৫।
Follow Our Facebook Page to Get Scholarship Notifications
যা যা পাবেন-
যারা আবেদন করতে পারবেন-
মিনিমাম জব এক্সপেরিয়েন্স-
আবেদনের যোগ্যতা ও শর্তসমূহ-
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বিঃ দ্রঃ IELTS/TOEFL/PTE Score অবশ্যই ১ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত ভ্যালিড থাকতে হবে।
তাছাড়া, নারী, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে ওভারঅল IELTS স্কোর ৬.০ (কোনো ব্যান্ডেই ৫.৫ এর নিচেনা) বা এর সমমানের TOEFL/PTE স্কোর হলেই হবে। তবে, এই স্কোর দিয়ে স্কলারশিপের জন্য নির্বাচিত হলেও, বিশ্ববিদ্যালয়ের মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে।
Higher Education Courses
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
Australia Awards Scholarship এ আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্কলারশিপের জন্য আবেদন, ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট প্ল্যান রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।