Australia Awards Scholarship
অস্ট্রেলিয়ান সরকার প্রদত্ত Australia Awards Scholarship বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশকে দেয়া একটি স্বনামধন্য বৃত্তি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সমৃদ্ধি বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। ২০২৪ সেশনের ভর্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রোগ্রাম লেভেল- Masters (Coursework and Research Based Program)
আবেদনের শেষ সময়– ৩০ এপ্রিল, ২০২৪।
Follow Our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন-
যারা আবেদন করতে পারবেন-
মিনিমাম জব এক্সপেরিয়েন্স-
আবেদনের যোগ্যতা ও শর্তসমূহ-
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বিঃ দ্রঃ IELTS/TOEFL/PTE Score অবশ্যই ১ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত ভ্যালিড থাকতে হবে।
তাছাড়া, নারী, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে ওভারঅল IELTS স্কোর ৬.০ (কোনো ব্যান্ডেই ৫.৫ এর নিচেনা) বা এর সমমানের TOEFL/PTE স্কোর হলেই হবে। তবে, এই স্কোর দিয়ে স্কলারশিপের জন্য নির্বাচিত হলেও, বিশ্ববিদ্যালয়ের মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে।
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সাপর্টের আওতায় আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন।
তাছাড়া, Research Based Master's Program এ আবেদন করতে অবশ্যই একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট ও নিতে পারেন। এই সাপোর্টের আওতায় বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স অনুযায়ী EOI সাবমিট করবো অথবা সুপারভাইজারদের ইমেইল করবো। ইমেইল করার জন্য পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা কানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লিকেশন সাপোর্ট দিচ্ছি।
যেসব বিষয়ে আবেদন করা যাবে-
বাংলাদেশিদের জন্য নিচের ফিল্ডগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে।
Blue Economy:
- Fisheries & Aquaculture
- Marine Studies
- Seaports & Shipping
Health:
- Health leadership
- Health management
- International & global public health
- Nutrition
- Pharmaceutical science
- Public health
Development, Environment, Sustainability:
- Climate Change & Disaster Risk Reduction
- Environment Sustainability & Development
- Emergency & Humanitarian Response Management
- Water Resources Management
- Agriculture
Trade Industry:
- International Trade & Business
- Arts Management
- Financial Planning and Management
- Sustainable and eco-tourism
Public Policy Economics and Governance:
- Public Policy & management
- Public Finance & Economics
- Public Administration
- Power, Energy & Mineral Resources
- Human Rights & International Relations
Security Studies:
- Cyber Security
- Counter-terrorism and countering violent extremism
- Police Studies & Intelligence
Infrastructure Science and Engineering:
- Computer science (including Artificial Intelligence & Machine Learning) Engineering
- Information Technology
- Transport & Infrastructure
প্রয়োজনীয় ডকুমেন্টস–
Document Templates-
ডকুমেন্ট টেমপ্লেটগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে।
নির্বাচন প্রক্রিয়া-
জমাকৃত সকল অ্যাপ্লিকেশনগুলি শর্টলিস্ট করা হবে। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনকারীদের নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে-
Official Circular Link: এখানে দেখুন।
My daughter is in B.Tech(Biotechnology), going to finish. Is it possible to compete scholership in M.Tech or PhD program in same decipline? We prefer Queensland/ Victoria/Sidney/Canbera or any other reputed University.
Yes, it is possible. But, she needs a good IELTS score.
One of My friend finished His BSC in Civil engineering. And He has a journal with his Professor Also. Is it possible to apply? He want’s to apply For Masters. Is it ok If He will submit the IELTS score after apply?
He needs to submit IELTS score at the time of application.
Is there any scope for doctors (specially university those at Melbourne.
Yes, there are some research-based programs for doctors in this university. Others, universities also have courses for medical doctors. You can see these programs for the University of Melbourne.
1. https://study.unimelb.edu.au/find/courses/graduate/master-of-medicine/
2. https://study.unimelb.edu.au/find/courses/graduate/master-of-public-health/
Hello, I m a veterinarian. Can I apply?
Yes, you can apply.
Those who have already completed his/her PhD degree and have lot of published journal papers and also have long years service experience, can they apply?
Yes, they can. There is no education, work experience, and publication limitation.
I have been working in a government corporation for three years that’s not of cadre service, judicial service or Bangladesh Bank. I have completed my graduation in Electronics and Communication engineering. Am I eligible to apply for post graduation in IT?
No. You are not eligible.
How many programs can I apply for Master’s?
One Master’s program.