...

Pikdigg

Asian Institute of Technology (AIT) Scholarships

এশিয়ান দেশগুলোর মধ্যে Asian Institute of Technology (AIT) একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। থাইল্যান্ডে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান টাইমস হায়ার এডুকেশন রেঙ্কিং ১০১-২০০। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের দেয়া AIT Scholarships একটি অন্যতম স্কলারশিপ।

আবেদনের শেষ তারিখ১০ জুন, ২০২৩ (আগস্ট ইনটেক ২০২৩)।

কোর্স লেভেল মাস্টার্স এবং পিএইচডি।

যা যা পাবেন

  • সম্পূর্ণ/হাফ/নির্দিষ্ট পরিমান পর্যন্ত টিউশন ফী।
  • লিভিং এক্সপেন্স হিসেবে প্রতি মাসে ১১,৫০০-১৫,০০০ THB (প্রায় ২৯,৫০০-৩৮,৫০০ টাকা)।
  • প্রতি সেমিস্টার এর রেজিস্ট্রেশন ফী হিসেবে ২০,০০০ (প্রায় ৫১,৫০০ টাকা)।

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স প্রোগ্রাম: ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী এবং সিজিপিএ ৪ এর মাঝে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে। 
  • পিএইচডি প্রোগ্রাম: ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী সহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। ব্যাচেলর প্রোগ্রামে সিজিপিএ ৪ এর মাঝে কমপক্ষে ২.৭৫ এবং মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ ৪ এর মাঝে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • Academic IELTS: মিনিমাম ওভারঅল স্কোর ৬ (রাইটিং: ৬)। 
  • TOEFL iBT: মিনিমাম ওভারঅল স্কোর ৮০ (রাইটিং: ২১-২৩)।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

Master's Programs:

  • Development and Sustainability
  • Gender and Development Studies
  • Natural Resources Management
  • Development Planning Management and Innovation
  • Society and Environmental Governance
  • Urban Innovation and Sustainability
  • Sustainable Energy Transition
  • Environmental Engineering and Management
  • Climate Change and Sustainable Development
  • AgriBusiness Management
  • Agricultural Systems & Engineering
  • Aquaculture and Aquatic Resources Management
  • Food Engineering and Bioprocess Technology
  • Food Innovation, Nutrition and Health
  • Construction, Engineering and Infrastructure Management
  • Geotechnical and Earth Resources Engineering
  • Structural Engineering
  • Transportation Engineering
  • Water Engineering and Management
  • Computer Science
  • Data Science and Artificial Intelligence
  • Information Management
  • Remote Sensing and Geographic Information Systems
  • Telecommunications
  • Information & Communications Technologies
  • Internet of Things (IoT) Systems Engineering
  • Bio-Nano Material Science and Engineering
  • Mechatronics
  • Industrial and Manufacturing Engineering
  • Microelectronics and Embedded Systems
  • Business Administration MBA
  • International Executive MBA (International EMBA)
  • International Finance
  • Business Analytics and Digital Transformation

PhD Programs:

  • Development and Sustainability
  • Gender and Development Studies
  • Natural Resources Management
  • Development Planning Management and Innovation
  • Society and Environmental Governance
  • Urban Innovation and Sustainability
  • Sustainable Energy Transition
  • Environmental Engineering and Management
  • Climate Change and Sustainable Development
  • AgriBusiness Management
  • Agricultural Systems & Engineering
  • Aquaculture and Aquatic Resources Management
  • Food Engineering and Bioprocess Technology
  • Food Innovation, Nutrition and Health
  • Construction, Engineering and Infrastructure Management
  • Geotechnical and Earth Resources Engineering
  • Structural Engineering
  • Transportation Engineering
  • Water Engineering and Management
  • Computer Science
  • Data Science and Artificial Intelligence
  • Information Management
  • Remote Sensing and Geographic Information Systems
  • Telecommunications
  • Information & Communications Technologies
  • Internet of Things (IoT) Systems Engineering
  • Bio-Nano Material Science and Engineering
  • Mechatronics
  • Industrial and Manufacturing Engineering
  • Microelectronics and Embedded Systems
  • PhD Programs in the School of Management
  • Doctor of Business Administration (DBA)

আবেদন করবেন যেভাবে

এই স্কলারশিপের জন্য কোনো আলাদা আবেদন নেই। সংশ্লিষ্ট প্রোগ্রামে শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার সময় উল্লেখ করতে হবে যে আপনি স্কলারশিপ এর আওতায় বিবেচিত হতে চান।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন।  

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notification

আবেদন ফী

  • এডমিশনের জন্য আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে ২৫ USD প্রদান করতে হয়। যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে আবেদন ফী জমা দিতে পারছেন না, আমাদের Online Payment Solution এর মাধ্যমে আবেদন ফী পরিশোধ করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার জন্য নিচের ডকুমেন্টস লাগবে।

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
  • একটি স্টেটমেন্ট অফ পারপাস।
  • রিসার্চ প্রপোজাল (যদি লাগে)।
  • আইএএলটিএস/টোফেল স্কোর।
  • পাসপোর্ট।

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

একসাথে কি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে?

না, পারবেন না।

2 thoughts on “AIT Scholarships”

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।