Adelaide Scholarships International
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া হতে পারে অন্যতম পছন্দের একটি দেশ। প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার রিসার্চ প্রোগ্রাম এর জন্য অনেক স্কলারশিপ দিয়ে থাকে। অ্যাডিলেড অস্ট্রেলিয়ার একটি অন্যতম শহর এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী। আর এখানেই ১৮৭৪ সালে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার টপ দশটি বিশ্ববিদ্যালয়ের একটি। QS University Rankings এর তথ্য মতে, ওয়ার্ল্ড রেঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০৬ এবং Times Higher Education এর তথ্য মতে ১২০।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের Adelaide Scholarships International (ASI) স্কলারশিপ দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে Major Round 2021 এর জন্য আবেদন চলছে।
আবেদনের সময়সীমা: ১৪ জানুয়ারী ২০২০ – ১০ জুলাই ২০২০
কোর্স লেভেল: Masters and Doctorate by Research Degree
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা এবং শর্তসমূহ–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন যার আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমেট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notifications
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।