...

Pikdigg

Adelaide Scholarships International

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া হতে পারে অন্যতম পছন্দের একটি দেশ। প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার রিসার্চ প্রোগ্রাম এর জন্য অনেক স্কলারশিপ দিয়ে থাকে। অ্যাডিলেড অস্ট্রেলিয়ার একটি অন্যতম শহর এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী। আর এখানেই ১৮৭৪ সালে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার টপ দশটি বিশ্ববিদ্যালয়ের একটি। QS University Rankings এর তথ্য মতে, ওয়ার্ল্ড রেঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০৬ এবং Times Higher Education এর তথ্য মতে ১২০।

অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের Adelaide Scholarships International (ASI) স্কলারশিপ দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে Major Round 2021 এর জন্য আবেদন চলছে।

আবেদনের সময়সীমা: ১৪ জানুয়ারী ২০২০ – ১০ জুলাই ২০২০

কোর্স লেভেল: Masters and Doctorate by Research Degree

যা যা পাবেন

  • Master of Philosophy এর জন্য ২ বছরের টিউশন ফি।
  • Doctor of Philosophy এর জন্য ৩ বছরের টিউশন ফি। তবে কেবলমাত্র এই প্রোগ্রাম এর জন্য একটি ৬ মাসের এক্সটেনশন সম্ভব।
  • প্রতি বছর লিভিং এলাওয়েন্স হিসেবে পাবেন ২৮,০৯২ AUD বা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা।  
  • স্বাস্থ্য বীমা, স্থানান্তর ও প্রকাশনা ব্যয়।

আবেদনের যোগ্যতা এবং শর্তসমূহ

  • আবেদনকারীকে অবশ্যই আন্তজার্তিক ছাত্র হতে হবে এবং Adelaide বিশ্ববিদ্যালয়ে Masters or Doctorate by Research Degree এর জন্য আবেদন করতে হবে।
  • অস্ট্রেলিয়া এবং নিউজিলান্ড এর নাগরিক ও স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেনা।
  • যেসব আবেদনকারীরা অস্ট্রেলিয়ান Permanent Residency Status জন্য আবেদন করেছেন, তবে এখনও কোনও ফলাফল পাননি তারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণীর স্নাতক এর সমমান ডিগ্রীধারী হতে হবে।
    Master of Philosophy এর জন্য Adelaide University এর ব্যাচেলর ডিগ্রী বা এর সমমানের ডিগ্রী থাকতে হবে।
  • Doctor of Philosophy এর জন্য Adelaide University এর ব্যাচেলর ডিগ্রী বা এর সমমানের ডিগ্রী থাকতে হবে এবং Adelaide university এর Master Research Degree বা সমমানের ডিগ্রী লাগবে।
  • মাস্টার্স ডিগ্রীর জন্য আবেদনকারী অবশ্যই অস্ট্রেলিয়ান মাস্টার্স ডিগ্রীর সমমান ডিগ্রীধারী হতে পারবে না।
  • একইভাবে ডক্টরেট ডিগ্রীর জন্য আবেদনকারী অবশ্যই অস্ট্রেলিয়ান ডক্টরেট ডিগ্রীর সমমান ডিগ্রীধারী হতে পারবে না।
  • যারা নিজ দেশে গবেষণা ভিত্তিক মাস্টার্স কোর্সে পড়াশোনা করছে তারা আবেদনের যোগ্য হবে না।
  • সফল আবেদনকারীরা যেই রাউন্ডে স্কলারশিপ পাবে, ওই রাউন্ডেই প্রোগ্রাম শুরু করতে হবে। কোনোভাবেই স্কলারশিপ পেছানো সম্ভব নয়।
  • আন্তর্জাতিক আবেদনকারীরা যেই প্রোগ্রামে আবেদন করবে যদি আগেই ভর্তি হয়ে থাকে, তবে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেনা।
  • কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া এবং ইউনিভার্সিটি অফ অ্যাডেলেইড কর্তৃক অন্য কোনো স্কলারশীপের জন্য বিবেচিত হয়ে থাকলে ASI স্কলারশীপের আবেদনের জন্য যোগ্য হবে না। কর্তৃপক্ষ চাইলে স্কলারশিপের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারে। আবার কোনো স্কলারশিপ বাতিলের সকল ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষন করে।
  • যারা আবেদন করে ইন্টারন্যাশনাল স্কলারশীপ রাউন্ডের জন্য আবেদনকারী হিসেবে বিবেচিত হয়েও বাদ পড়েছে তারা পরবর্তী রাউন্ডে কোনোরকম আবেদন ছাড়াই আবেদনকারী হিসেবে পুনঃবিবেচিত হবে। তবে ২ বার আবেদনকারী হিসেবে বিবেচিত হলে ৩য় বার পুনঃবিবেচিত হবে না।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS (Academic): Overall-6.5, No band score below 6.
  • TOEFL (Internet Based): Total Score-79, Writing-24, Speaking- 22, Listening & Reading- 13.
  • English Proficiency Score  প্রোগ্রাম অনুসারে বিভিন্ন হতে পারে। আপনার প্রোগ্রাম এর জন্য এখান থেকে চেক করুন।

আবেদন করবেন যেভাবে

  • এই লিংক থেকে University of Adelaide এর আবেদন করার নিয়মানুবলী মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা। 


তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন যার আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমেট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notifications

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Passport
  • English language proficiency test results
  • Academic Transcripts & Certificates
  • Curriculum Vitae or CV
  • Statement of Purpose
  • Research Proposal
  • Research Publications (Accepted or Published only, If Have)
  • Previous Work (If Have)
  • Professional Qualifications / Memberships (If Have)
  • Reference Letters

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.