ADB-Japan Scholarship
জাপান সরকারের অর্থায়নে ১৯৮৮ সালে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলাশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো এডিবির উন্নয়নশীল দেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের স্নাতকোত্তর পর্যায়ে বিনা খরচে এবং স্কলারশিপসহ লেখাপড়া করার সুযোগ করে দেওয়া। এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিউজিল্যান্ডের University of Auckland এ মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার সুযোগ পাবে।
আবেদনের শেষ তারিখ– ১৯ জুলাই, ২০২১।
প্রোগ্রাম লেভেল– মাস্টার্স।
যা যা পাবেন–
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
Applications and Admissions
The University of Auckland
Private Bag 92019
Auckland 1142
New Zealand
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ: এডমিশন এর জন্য আবেদন- ৫০০০ টাকা এবং স্কলারশিপের জন্য আবেদন- ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।