...

Pikdigg

Skoltech Scholarship in Russia

Skolkovo Institute of Science and Technology রাশিয়ার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। রাশিয়ার মস্কোতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। Massachusetts Institute of Technology (MIT) এর সাথে সম্মিলতভাবে এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জার্তিক ছাত্র-ছাত্রীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বিনা খরচে লেখাপড়া করার সুযোগ করে দিচ্ছে।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের দেয়া Skoltech Scholarship এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। উল্লেক্ষ যে, কোনো আবেদন ফী ছাড়াই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা-

  • মাস্টার্স প্রোগ্রামে আবেদনের শেষ সময়: ১৬ জুলাই, ২০২২।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২২।

প্রোগ্রাম লেভেল-

  • মাস্টার্স এবং
  • পিএইচডি।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • প্রতিমাসে কমপক্ষে 40000 রাশিয়ান রোবেল (RUR) বা প্রায় ৪৬,৪৯০ বাংলাদেশী টাকার বৃত্তি।  তবে, একাডেমিক মেরিট অনুযায়ী এই বৃত্তি বাড়বে।
  • ফ্রি মেডিকেল ইন্সুরেন্স।

আবেদনের যোগ্যতা-

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।
  • পিএইচডি প্রোগ্রাম এর ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

ন্যূনতম ইংরেজি ভাষার দক্ষতা-

  • আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে থাকেন তাহলে কোনো IELTS or TOEFL Score লাগবেনা।
  • যদি ইংরেজি মাধ্যমে লেখাপড়া না করে থাকেন তাহলে আইএলটিএস এ নূন্যতম ওভারঅল স্কোর ৬ অথবা TOEFL এ ৮০ থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে-

1. Application: এখান থেকে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের সময় নিচের ডকুমেন্টস জমা দিতে হবে-

  • একটা সিভি,
  • মোটিভেশনাল লেটার,
  • ফর্মাল ফটো,
  • একাডেমিক ট্রান্সক্রিপ্টস
  • ২ টি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে (submitted by the referees directly to the online application portal or PDF Submission)
  • ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট (যদি থাকে) এবং
  • GRE Score (যদি থাকে)

2. Online Test: প্রথম ধাপ ঠিকভাবে শেষ করলে আপনাকে একটি অনলাইন টেস্ট এর জন্য ইমেইল করা হবে। এই টেস্টটি ২-৩ ঘন্টা পর্যন্ত হবে এবং আপনি নিজ বাসায় বসে এই টেস্টটি শেষ করতে পারবেন।


3. Final Interview: আপনার পোর্টফোলিও এবং অনলাইন টেস্ট এর উপর ভিত্তি করে এডমিশন কমিটি আপনাকে ফাইনাল ইন্টারভিউ এর জন্য ইমেইল দিবে। এই ইন্টার্ভিউটি আপনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বা Skoltech এ গিয়ে দিতে পারেন। তাছাড়া, আপনি যদি IELTS অথবা TOEFL Score সাবমিট না করেন, এই সময়ে একটা ইংলিশ টেস্ট ও দিতে হবে।


4. Results: ইমেইলের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দিবে। আপনাকে এডমিশন অফার করলে, অগাস্ট এ আপনার কাঙ্খিত প্রোগ্রামটি শুরু করতে রাশিয়া যেতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা। 

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notification

যেসব বিষয়ে আবেদন করা যাবে-

১. মাস্টার্স প্রোগ্রামের বিষয়সমূহ:

  • Data Science
  • Computational Science and Engineering
  • Energy Systems
  • Petroleum Engineering
  • Biotechnology
  • Photonics and Quantum Materials
  • Mathematical and Theoretical Physics
  • Materials Science
  • Space and Engineering Systems
  • Advanced and Digital Engineering Technologies


২. পিএইচডি প্রোগ্রামের বিষয়সমূহ:

  • Mathematics and Mechanics
  • Physics
  • Materials Science and Engineering
  • Life Sciences
  • Computational and Data Science and Engineering
  • Engineering Systems
  • Petroleum Engineering

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.