...

Pikdigg

University of Auckland Doctoral Scholarships

নিউজিল্যান্ডের সেরা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে The University of Auckland অন্যতম। ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের Auckland শহরে অবস্থিত। QS World University Rankings অনুযায়ী, বর্তমানে এর অবস্থান ৬৫তম। প্রতি বছর The University of Auckland এর বিভিন্ন faculty তে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের University of Auckland Doctoral Scholarships দিয়ে থাকে। এই স্কলারশিপটি ইয়ারলি স্টাইপেন্ড, ফুল টিউশন ফি কভার করে এবং হেলথ ইন্সুরেন্স প্রদান করে থাকে।

আবেদনের সময়সীমা– প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ৪টি সেমিস্টার হয়ে থাকে (মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর)। এই সেমিস্টার গুলোতে আবেদন করার সময়সীমা হচ্ছে- ১ নভেম্বর, ১ মার্চ, ১ জুন এবং ১ সেপ্টেম্বর। তাই, এক কথায় বলা যায়, সারা বছর এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।

প্রোগ্রাম লেভেল রিসার্চ-বেসড পিএইচডি।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • প্রতি বছর $৩৪,৫৬৯ (৩ বছর পর্যন্ত)।
  • ফুল টিউশন ফী (৩ বছর পর্যন্ত)।
  • হেলথ ইন্সুরেন্স। 
  • প্রয়োজনবোধে আরও ছয় মাসের স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকতে পারে।

বি দ্রঃ এই বিশ্ববিদ্যালয়সহ নিউজিল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম ৩ বছর হয়ে থাকে।

আবেদনের যোগ্যতা

  • মাস্টার'স বা ব্যাচেলর'স ডিগ্রী থাকতে হবে। মাস্টার'স বা ব্যাচেলর'স প্রোগ্রামের রেজাল্ট New Zealand GPE 6 এর Equivalent হতে হবে।। এই রেজাল্ট বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ ৩.৫০ (আউট অফ ৪.০০) বা ৭০% মার্কসের সমান।
  • মাস্টার'স বা ব্যাচেলর'স প্রোগ্রামে ভালো রিসার্চ (থিসিস/রিসার্চ প্রজেক্ট/পাবলিকেশন্স) থাকতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।

  • Academic IELTS:  মিনিমাম ওভারঅল স্কোর ৬.৫ (কোনো ব্যান্ড স্কোর ৬০ এর নিচে থাকা যাবেনা)। 
  • TOEFL iBT:  মিনিমাম ওভারঅল স্কোর ৯০ এবং রাইটিং সেকশনে ২১ থাকতে হবে।
  • PTE:  মিনিমাম ওভারঅল স্কোর ৫৮ (কোনো ব্যান্ড স্কোর ৫০ এর নিচে থাকা যাবেনা)।

বি দ্রঃ প্রোগ্রামভেদে English Test Score Requirements ভিন্ন হতে পারে। তাই, আপনি যেই প্রোগ্রামে আবেদন করবেন, অবশ্যই ওই প্রোগ্রামের English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।

Higher Education Courses


যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • Accounting
  • Anaesthesiology
  • Anatomy
  • Ancient History
  • Anthropology
  • Applied Linguistics
  • Architecture
  • Asian Languages and Cultures
  • Audiology
  • Behavioural Science
  • Bioengineering
  • Biological Sciences
  • Biomedical Science
  • Chemical and Materials Engineering
  • Chemistry
  • Civil Engineering
  • Commercial Law
  • Communication
  • Comparative Literature
  • Computer Science
  • Computer Systems Engineering
  • Criminology
  • Dance Studies
  • Design
  • Development Studies
  • Economics
  • Education
  • Electrical and Electronics Engineering
  • Engineering Science
  • English
  • Environmental Science
  • European Languages and Culture
  • Exercise Sciences
  • Finance
  • Fine Arts
  • Food Science
  • Forensic Science
  • Gender Studies
  • General Practice
  • Geography
  • Geology
  • Global Studies
  • Health Psychology
  • Health Sciences
  • Heritage Conservation
  • History
  • Information Systems
  • Innovation & Entrepreneurship
  • International Business
  • Latin American Studies
  • Law
  • Linguistics
  • Management
  • Marine Science
  • Marketing
  • Mathematics
  • Mathematics Education
  • Mechanical Engineering
  • Mechatronics Engineering
  • Media and Screen Studies
  • Medical Imaging
  • Medicine
  • Molecular Medicine
  • Music
  • Nursing
  • Obstetrics and Gynaecology
  • Operations and Supply Chain Management
  • Operations Research
  • Ophthalmology
  • Optometry
  • Pacific Studies
  • Paediatrics
  • Pathology
  • Perinatal Science
  • Pharmacology
  • Pharmacy
  • Philosophy
  • Physics
  • Physiology
  • Planning
  • Politics and International Relations
  • Population Health
  • Psychiatry
  • Psychology
  • Public Policy
  • Social Work
  • Sociology
  • Software Engineering
  • Speech Science
  • Statistics
  • Surgery
  • Theology
  • Translation Studies
  • Urban Design

আবেদন করবেন যেভাবে

  • প্রোগ্রাম সিলেকশন: আপনার প্রোফাইল অনুযায়ী উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করতে হবে।
  • সুপারভাইজার ম্যানেজমেন্ট: কিছু প্রোগ্রামে এডমিশনের/স্কলারশিপের জন্য আবেদন করার পূর্বে একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আবার কিছু প্রোগ্রাম আছে যেই গুলোতে এডমিশনের/স্কলারশিপের জন্য আবেদন করার পূর্বে সুপারভাইজার ম্যানেজ করা বাধ্যতামূলক না বা সুপারভাইজার ম্যানেজ করতেই হয়না। যদি আপনার সিলেক্ট করা প্রোগ্রামে আগে সুপারভাইজার ম্যানেজ করে আবেদন করতে হয়, তাহলে অবশ্যই একজন সুপারভাইজার ম্যানেজ করে আবেদন করতে হবে।
  • আবেদন: বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে এডমিশনের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় যেই রাইটিং গুলো (Statement of Purpose/Essay/Statement of Interest, etc) রেডি করতে হবে, ওই গুলো ও বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে রেডি করতে হবে।

বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

New Zealand/Canada/USA/Australia তে মাস্টার'স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।

তাছাড়া, New Zealand/Canada/USA/Australia তে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদনকারীদের আমরা 30 MINUTES FREE CONSULTATION  দিয়ে থাকি যাতে করে আবেদনকারীরা আবেদনের প্রতিটি পর্যায় সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এডমিশন/স্কলারশিপের জন্য সঠিকভাবে আবেদন করতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Research Proposal
  • Statement of Research Intent
  • Curriculum Vitae or CV
  • Letters of Recommendation (LOR) 
  • TOEFL/IELTS/PTE Score (If Needed) 
  • GRE Score (If Needed) 

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

মাস্টার'স ছাড়া কি পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে?

হা, অধিকাংশ প্রোগ্রামে মাস্টার'স ছাড়া, শুধু ব্যাচেলর'স ডিগ্রী দিয়েই আবেদন করা যাবে।

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

কিছু প্রোগ্রামে আবেদন করার পূর্বে সুপারভাইজর ম্যানেজ করে বাধ্যতামূলক। আবার কিছু প্রোগ্রামে সুপারভাইজর ম্যানেজ করা বাধ্যতামূলক নয় এবং এইগুলোতে সুপারভাইজর ম্যানেজ না করেও আবেদন করা যায়।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

USA তে আরও স্কলারশিপ:

1. Texas A & M Doctoral Fellowship

2. University of Michigan Doctoral Fellowship

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।