Boston University PhD Funding
Boston University একটি বিখ্যাত প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি যা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অবস্থিত। ১৮৩৯ সালে মেথডিস্টদের দ্বারা এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বিশাল গবেষণামূলক প্রতিষ্ঠান যেখানে প্রায় ৩০০টি ভিন্ন ভিন্ন প্রোগ্রাম অফার করা হয়। QS World University Rankings অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০৮ তম। এই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সকল পিএইচডি স্টুডেন্টদের Guaranteed Financial Support দিয়ে থাকে।
আবেদনের সময়সীমা– প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হয়ে থাকে।
প্রোগ্রাম লেভেল– পিএইচডি (থিসিস-বেসড)।
Follow our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
Reference Link: https://www.bu.edu/phd-funding/
আবেদনের যোগ্যতা–
Reference Link: https://www.bu.edu/graduate-admission/
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।
Reference Link: https://www.bu.edu/international/#English
বি দ্রঃ প্রোগ্রামভেদে English Test Score Requirements ভিন্ন হয়ে থাকে। তাই, আপনি যেই প্রোগ্রামে আবেদন করবেন, অবশ্যই ওই প্রোগ্রামের English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।