IELTS Speaking এ ৭+ পাবার ট্রিকস
ইন্টারভিউ বা ভাইভার কথা শুনলেই আমাদের হাত-পা ঘামতে শুরু করে সেখানে যদি হয় ইংরেজীতে তাহলে অবস্থা কি হতে পারে ভেবে নিন। কিন্তু তাই বলে কি থেমে যাবেন? IELTS পরীক্ষা দেয়াই বাদ দিবেন? কখনোই না, আপনি চাইলেই অনুশীলনের মাধ্যমে খুব সহজেই যে কোন বিষয়ে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। তাহলে IELTS স্পিকিং এ গিয়ে আপনাকে আর উম.. অ্যা..অ্যা.. করতে হবে না। চলুন জেনে নেই IELTS স্পিকিং এর অ আ ক খ….
Like our page to get post notification
Academic VS General Training IELTS Speaking–
IELTS স্পিকিং মডিউলে একাডেমিক এবং জেনারেল ট্রেইনিং- এ একই ধরনের প্রশ্ন করা হয়। সুতরাং এই লেখাটি দুই ধরনের পরীক্ষার্থীদের জন্যই প্রয়োজনীয়।
IELTS Speaking টেস্ট ফরম্যাট–
পার্ট ১-পরিচয় পর্ব
পার্ট ২- কিউ কার্ড
পার্ট ৩- আলোচনা
পার্ট-১,২,৩ তে কিভাবে উত্তর করবেন- বিশেষ টিপস–
IELTS স্পিকিং ব্যন্ড স্কোকের ভিত্তি কি কি ?
কি কি বই কিনবেন IELTS স্পিকিং এর জন্য ?
IELTS স্পিকিং এর জন্য কিছু অনলাইন সহায়িকা-
IELTS স্পিকিং পরীক্ষায় ভালো করার টেকনিকসমূহ-
কিভাবে বাসায় বসে IELTS স্পিকিং অনুশীলন করবেন–
IELTS সম্পর্কিত অন্নান্য পোস্টস-
2. Tips to Get 7+ in IELTS Listening
3. Tips to Get 7+ in IELTS Reading
Studies MA in Justice Studies at University of New Humpshire, USA
Hello, my name is Mahmuda Akter. I always prefer to describe myself by 3A- Ambivert, Affable as well as Ambitious. Social research, creative writing, and yoga are the three areas where I have an ineffable propensity. Like a bird, I fly in the sky of my dreams to make constructive change in the world.