Asian Institute of Technology (AIT) Scholarships
এশিয়ান দেশগুলোর মধ্যে Asian Institute of Technology (AIT) একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। থাইল্যান্ডে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান টাইমস হায়ার এডুকেশন রেঙ্কিং ১০১-২০০। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের দেয়া AIT Scholarships একটি অন্যতম স্কলারশিপ।
আবেদনের শেষ তারিখ– ১০ জুন, ২০২৩ (আগস্ট ইনটেক ২০২৩)।
কোর্স লেভেল– মাস্টার্স এবং পিএইচডি।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
Master's Programs:
PhD Programs:
আবেদন করবেন যেভাবে–
এই স্কলারশিপের জন্য কোনো আলাদা আবেদন নেই। সংশ্লিষ্ট প্রোগ্রামে শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার সময় উল্লেখ করতে হবে যে আপনি স্কলারশিপ এর আওতায় বিবেচিত হতে চান।
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notification
আবেদন ফী–
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার জন্য নিচের ডকুমেন্টস লাগবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।
একসাথে কি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে?
না, পারবেন না।
Any opportunity with nursing?
Any program in Nursing is not available.