...

Pikdigg

Western University Doctoral Funding

কানাডার অন্টারিও প্রভিন্সে অবস্থিত Western University একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ১৭২ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Western's Doctoral Funding Guarantee প্রদান করে থাকে। 

আবেদনের সময়সীমাপ্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রাম লেভেল পিএইচডি।

Want To Get Updated Scholarship Notifications? Press The Like Button

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • লিভিং এক্সপেন্স হিসেবে প্রতি বছর কমপক্ষে ১৩,০০০ কানাডিয়ান ডলার।

আবেদনের যোগ্যতা

  • Western University তে ফুল টাইম পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে।
  • যেই প্রোগ্রামটিতে আবেদন করবেন, তার Admission ও English Language Proficiency Requirements ফুলফিল করতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: নূন্যতম ওভারঅল স্কোর ৬.৫ আর কোনো ব্যান্ড এ ৬ এর নিচে থাকা যাবেনা।
  • TOEFL: নূন্যতম ওভারঅল স্কোর 86 আর কোনো ব্যান্ড এ ২০ এর নিচে থাকা যাবেনা।
  • Duolingo English Test: নূন্যতম ওভারঅল স্কোর ১১৫।

বি দ্রঃ প্রোগ্রামভেদে IELTS/TOEFL/Duolingo Requirements ভিন্ন হতে পারে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

PhD Programs:

  • Anatomy and Cell Biology
  • Anthropology
  • Applied Mathematics
  • Astronomy
  • Biochemistry
  • Biology
  • Biomedical Engineering
  • Business
  • Chemical and Biochemical Engineering
  • Chemistry
  • Civil and Environmental Engineering
  • Comparative Literature
  • Computer Science
  • Economics
  • Education
  • Electrical and Computer Engineering
  • English
  • Epidemiology and Biostatistics
  • Gender, Sexuality & Women's Studies
  • Family Medicine
  • Geography
  • Geology
  • Geophysics
  • Health and Rehabilitation Sciences
  • Health Information Science
  • Hispanic Studies
  • History
  • Law
  • Library & Information Science
  • Mathematics
  • Mechanical and Materials Engineering
  • Media Studies
  • Medical Biophysics
  • Microbiology and Immunology
  • Music
  • Neuroscience
  • Nursing
  • Pathology and Laboratory Medicine
  • Philosophy
  • Physics
  • Physiology and Pharmacology
  • Political Science
  • Psychology
  • Sociology
  • Statistics
  • Theory and Criticism
  • Visual Arts

University Programs Link: এই লিংক থেকে দেখুন। 

আবেদন করবেন যেভাবে

  • পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক মেরিট, আয়েল্টস/টোফেল স্কোর, এসওপি, পাবলিকেশন্স, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশবিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই স্কলারশিপের জন্য নির্বাচন করবেন।
  • অনেক Research-Based প্রোগ্রামে আবেদন করার পূর্বেই সুপারভাইজার ম্যানেজ করা বাধ্যতামূলক। তাই, আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে।

বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।


তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

আবেদন ফী

এডমিশনের জন্য আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে $120 CAD প্রদান করতে হয়। যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে আবেদন ফী জমা দিতে পারছেন না, আমাদের Online Payment Solution এর মাধ্যমে আবেদন ফী পরিশোধ করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS/Duolingo Score 
  • GMAT/GRE (If Needed)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

অনেক Research-Based প্রোগ্রামগুলোতে আগেই সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আবার, কিছু প্রোগ্রাম আছে যেখানে সুপারভাইজার ম্যানেজ না করেই আবেদন করা যায়।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।