...

Pikdigg

Institute of Science and Technology Austria Scholarship

প্রতি বছর শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে ইউরোপে পাড়ি জমাচ্ছে। টিউশন ফী, স্কলারশিপ, লেখাপড়ার পাশাপাশি কাজের সুযোগ এই সব দিকের বিবেচনায় জার্মানি, সুইডেন, অস্ট্রিয়া, হাঙ্গেরি প্রথম সারিতে আছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত Institute of Science and Technology Austria একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর সেপ্টেম্বর ইনটেকের জন্য পিএইচডি প্রোগ্রামে ফুল স্কলারশিপে শিক্ষার্থী নিয়ে থাকে।

পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীরা বিনা টিউশন ফীতে লেখাপড়া করার পাশাপাশি প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে থাকে।

আবেদনের শেষ সময়– ২৮ ফেব্রুয়ারী, ২০২৩।

কোর্স লেভেল: পিএইচডি।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • ফুল টিউশন ফী। 
  • মাসিক স্টাইপেন্ড (২৩৩৬ - ২৮৩৮ ইউরো/মাস)। 
  • চিকিৎসা ভাতা।
  • অন্যান্য সায়েন্টেফিক কনফারেন্স এবং ওয়ার্কশপে যোগদান করার জন্য আনুষঙ্গিক ভাতা।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • নিচের বিষয়গুলোতে আবেদন করা যাবে।
  • Biology
  • Neuroscience
  • Mathematics
  • Computer Science
  • Physics
  • Data Science,
  • Scientific Computing
  • Related Areas to PhD Subject

আবেদনের যোগ্যতা

  • নিচে উল্লেখিত বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • Biology
  • Neuroscience
  • Mathematics
  • Computer Science
  • Physics
  • Data Science,
  • Scientific Computing
  • Related Areas to PhD Subject

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • এই প্রোগ্রামে আবেদন করার জন্য IELTS/TOEFL Score অত্যাবশ্যক নাহ, তবে যদি ভালো স্কোর থাকে অবশ্যই স্কলারশিপ পাবার সম্ভাবনা বেড়ে যাবে।

আবেদন করবেন যেভাবে

  • এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে।
  • এবং আবেদন করার আগে কোনো সুপারভাইজারের সাথে যোগাযোগ করার দরকার নেই। আবেদন করার সময় সর্বোচ্চ ৩ টি রিসার্চ ইন্টারেস্ট এরিয়া এবং ৩-৫ জন রিসার্চ সুপারভাইজারের নাম উল্লেখ করতে হবে যারা পরবর্তীতে আপনার ইন্টারভিউ নিবে।

বি দ্রঃ: কোনো আবেদন ফী ছাড়াই আবেদন শেষ করা যাবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।


এই স্কলারশিপে আবেদন করার জন্য সর্বোচ্চ ২ পেজের Statement of Purpose (SOP) লিখতে হয়। আমাদের কাছ থেকে SOP Review Service ও নিতে পারেন।

তাছাড়াও, যেকোনো দেশে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করতে আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন।

Application & Selection Timeline

TIMELINE

ACTIVITIES

Mid October 2021

Application Open

8 January, 2022

Application Close

End of January

Pre-selection Meetings

late February to late March

Student Interviews

April, 2023

Final selection meetings

After the Final Selection Meetings

Offers sent out

31 May, 2023

Offer need to be accepted

15 September, 2023

Start of PhD program

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose (Max. 2 Page)
  • 3 Letters of Recommendation
  • Curriculum Vitae or CV
  • IELTS/TOEFL Score (If Have)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

2 thoughts on “Institute of Science and Technology Austria Scholarship”

Leave a Comment