The University of Sydney RTP Scholarship
The University of Sydney অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি অস্ট্রেলিয়ান পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। 1850 সালে প্রতিষ্ঠিত, এটি অস্ট্রেলিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির একটি হিসাবে বিবেচিত। QS World University Ranking অনুযায়ী এর অবস্থান ৪০ তম এবং Times Higher Education Ranking অনুযায়ী এর অবস্থান ৫১ তম।
Australian Government RTP Scholarship এই বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা মাস্টার্স বা ডক্টরাল পর্যায়ে প্রতি বছর লেখাপড়া করতে যাচ্ছে।
আবেদনের সময়সীমা: সারা বছর এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।
প্রোগ্রাম লেভেল: Research Based Master’s and Doctoral Program.
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like Our Page to Get Scholarship Notifications
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
Hi. i wnat to study in Australi.