...

Pikdigg

King Abdulaziz University Scholarship

কিং আব্দুলআজিজ আল-সাউদ ১৯৬৭ সালে প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। জেদ্দায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালে সরকারি হয়। প্রতি বছর সৌদি সরকার বিদেশী শিক্ষার্থীদের সরকারি স্কলারশিপ এ এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ দেয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে যার মাঝে ২ হাজার শিক্ষার্থীই বিদেশী। রেঙ্কিং এর দিক থেকে বর্তমানে সৌদিতে এটি ৩ নম্বর আর ওয়ার্ল্ড রেঙ্কিং এ ১৮৬ নম্বর অবস্থানে আছে।

আবেদনের শেষ তারিখ সারা বছর আবেদন করা যাবে।

কোর্স লেভেল মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী।

যা যা পাবেন

  • মাসিক বৃত্তি ৮৯০ রিয়্যাল বা ২০০০০ টাকা
  • বিনামূল্যে থাকার ব্যবস্থা
  • বিবাহিত শিক্ষার্থীদের জন্য আলাদা কোয়ার্টাররের ব্যবস্থা
  • ছাত্রাবাস থেকে ক্যাম্পাস পর্যন্ত ফ্রি বাস সার্ভিস
  • জেদ্দা থেকেও মক্কা- মদিনা জিয়ারতের সুব্যবস্থা আছে 
  • বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
  • প্রতি বছর ৩-৪ মাস ছুটি এবং দেশে আসা ও যাবার বিমানের টিকেট বিনামূল্যে প্রদান
  • নতুন শিক্ষার্থীদের প্রথম আগমনের সময় প্রস্তুতি ভাতা হিসেবে ১৮০০ রিয়্যাল প্রদান
  • থিসিস প্রিন্ট করার সময় মাস্টার্সের জন্য ৩০০০ রিয়্যাল এবং পিএইচডি এর জন্য ৪০০০ রিয়্যাল ভাতা দেয়া হয়
  • গ্রাজুয়েশন কমপ্লিট করার পর দেশে বইপত্র নিয়ে আসতেও ২৭০০ রিয়্যাল বৃত্তি দেয়া হয়
  • প্রতি দুই সেমিস্টার অন্তর বই কেনাকাটা করার জন্য ৯০০ রিয়াল ভাতা
  • শর্তসাপেক্ষে গবেষক হিসেবে মাসিক ১০০০ রিয়াল বেতন পেতে পারেন

আবেদনের যোগ্যতা

  • আবেদনের সময় আপনার বয়স মাস্টার্স এর জন্য ৩০ বছর এবং পিএইচডি এর জন্য ৩৫ বছর এর বেশি হওয়া যাবেনা।
  • মাস্টার্স প্রোগ্রাম এর জন্য ব্যাচেলর বা সমমানের ডিগ্রী এবং পিএইচডি এর জন্য মাস্টার্স বা সমমানের ডিগ্রী লাগবে।
  • লেখাপড়া করার জন্য শারীরিভাবে সুস্থ থাকতে হবে।
  • সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে বরখাস্ত হওয়া যাবেনা।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS (Academic) : Minimum Overall Score 5.0
  • TOEFL iBT: Minimum Overall Score 61

যেসব ফিল্ডে আবেদন করা যাবে

Faculty of Arts & Humanities:

  • ARABIC LANGUAGE AND LITERATURE
  • ISLAMIC LAW STUDIES
  • SOCIOLOGY
  • PSYCHOLOGY
  • INFORMATION SCIENCE

Faculty of Science:

  • BIOLOGY
  • CHEMISTRY
  • BIOCHEMISTRY
  • MATHEMATICS
  • PHYSICS
  • ASTRONOMICAL SCIENCES

Faculty of Engineering:

  • THERMAL ENGINEERING AND DESALINATION
  • MINING ENGINEERING
  • ELECTRICAL AND COMPUTER ENGINEERING
  • MEDICAL ENGINEERING
  • CHEMICAL ENGINEERING
  • AERONAUTIC ENGINEERING
  • PRODUCTION ENGINEERING & MECHANICAL SYSTEM DESIGN
  • INDUSTRIAL ENGINEERING

Faculty of Meteorology, Environment Arid Land
Agriculture:

  • ARID LAND AGRICULTURE
  • ENVIRONMENTAL SCIENCES
  • METEOROLOGY
  • HYDROLOGY, AND WATER RESOURCES MAN

Faculty of Marine Science:

  • MARINE BIOLOGY
  • MARINE PHYSICS
  • MARINE CHEMISTRY
  • MARINE GEOLOGY

Faculty of Environmental Design:

  • URBAN AND REGIONAL PLANNING
  • Architecture

Faculty of Computing & Information
Technology:

  • COMPUTER SCIENCE
  • INFORMATION TECHNOLOGY
  • INFORMATION SYSTEM

আবেদন করবেন যেভাবে

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আপনাকে প্রথমে স্কলারশিপ এর ওয়েবসাইটে গিয়ে একটা একাউন্ট খুলতে হবে। তারপর অনলাইনে ফর্ম পূরণ এবং সব ডকুমেন্টস জমা দিতে হবে।

লিংক: https://ags.kau.edu.sa/outpsgadm/INDEX.ASP

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • একটি সিভি
  • একটি পাসপোর্ট সাইজ ছবি
  • ভ্যালিড পাসপোর্ট এর স্ক্যান কপি
  • অনার্স/মাস্টার্সের সার্টিফিকেটের স্ক্যান কপি
  • অনার্স/মাস্টার্সের মার্কশিটের স্ক্যান কপি
  • ইংরেজী ভাষা দক্ষতার সনদ (IELTS/TOFEL Score)
  • স্টেটমেন্ট অফ পারপাস
  • আপনি কেন কিং আব্দুল আজিজে মাস্টার্স/পিএইচডি করতে চান এ বিষয়ে এক/দুই পৃষ্ঠা রচনা)
  • আপনাকে পড়িয়েছেন এমন দুজন শিক্ষকের থেকে রেফারেন্স লেটার/তাজকিয়া

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

4 thoughts on “King Abdul Aziz University Scholarship”

  1. السلام عليكم و رحمة الله و بركاته-

    আমি ২০১৪ সালে আলিম (GPA 4.33), ২০১৭ সালে ফাযিল (GPA 3.50) এবং ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে “ইসলামের ইতিহাস ও সংস্কৃতি” বিষয়ে অনার্স সম্পন্ন করি (সিজিপিএ: 2.89 out of 4.00) আলহামদুলিল্লাহ।
    বর্তমানে আমি কামিল (আল-হাদীস) ২য় বর্ষে ও মাস্টার্স ফাইনালে অধ্যয়নরত আছি।

    আমার জন্ম তারিখঃ ২৯ এপ্রিল ১৯৯৬ (বর্তমান বয়সঃ পঁচিশ বছরের শেষের দিকে)
    আরবি দক্ষতা মোটামুটি।

    এই পরিস্থিতিতে আমি কি সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারব?
    পারলে, কিসে পারব?
    কোন বিশ্ববিদ্যালয়ে পারব?
    01814475657
    জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ।

    جزاك الله خيرا-

    Reply
  2. আমি IELTS শেষ করেছি ৬.০০ পেয়েছি। কিন্ত আমি অনার্স শেষ করেছি বাংলা সাহিত্যে। আমি কি সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য আবেদন করতে পারবো জানালে উপকৃত হবো।

    Reply

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।