The Schwarzman Scholars
চীন এবং বহির্বিশ্বের সাথে সেতু হিসেবে কাজ করার জন্য তরুণ নেতাদের প্রস্তুত করার জন্য প্রতি বছর The Schwarzman Scholars আন্তর্জার্তিক শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা চীনের স্বনামধন্য Tsinghua University তে গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ে এক বছরের মাস্টার্স ডিগ্রী করার সুযোগ পায়। ১৯১১ সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়টি চীনের বেইজিংয়ে অবস্থিত এবং QS World University Ranking অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৬ তম।
এই স্কলারশিপের জন্য বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। একডেমিক ফলাফলের পাশাপাশি নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করে এই স্কলারশিপটি শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে।
আবেদনের শেষ তারিখ– ২২শে সেপ্টেম্বর, ২০২০
কোর্স লেভেল– মাস্টার্স ডিগ্রী।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।