RTP Scholarship Australia
The Research Training Program (RTP) বা আরটিপি স্কলারশিপ একটি রিসার্চ বেসড ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপটি মূলত রিসার্চ বেসড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার দেশি এবং বিদেশী শিক্ষার্থীদের এই স্কলারশিপটি দিয়ে থাকেন। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপটি দিয়ে থাকে। শিক্ষার্থীদের এই সব বিশ্ববিদ্যালয়ে এডমিশন এর জন্য এপ্লিকেশন এর মাধ্যমে এই স্কলারশিপ পেতে হয়। বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মেধাতালিকা এবং সুপারভাইজার ম্যানেজমেন্টের ভিত্তিতে এই স্কলারশিপটি প্রদান করে থাকে।
আবেদনের শেষ তারিখ– প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা থাকে। তাছাড়া, কিছু বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপে সারা বছর আবেদন করা যায়।
কোর্স লেভেল– রিসার্চ বেসড মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী।
Follow Our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
IELTS/TOEFL/PTE Score: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে English Language Proficiency Score Requirement ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্যটি দেখে নিতে হবে।
আবেদন করবেন যেভাবে–
আবেদনের প্রক্রিয়াও প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন হয়ে থাকে। তবে, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নিচের প্রসিডিউর অনুসরণ করতে হবে।