...

Pikdigg

DAAD Scholarship

বাংলাদেশসহ আন্তর্জার্তিক শিক্ষার্থীদের জন্য পশ্চিমা ইউরোপের দেশ জার্মানি উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিনা টিউশন ফিতে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। জার্মানিতে যত স্কলারশিপ আছে The German Academic Exchange Service (DAAD) সবগুলোর মাঝে অন্যতম একটি স্কলারশিপ।

The German Academic Exchange Service (DAAD) আন্তর্জার্তিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে। এই রকম একটি স্কলারশিপ হলো Development Related Postgraduate Courses (EPOS) Scholarship এবং এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা- কোর্সভেদে বিভিন্ন হয়ে থাকে। এই লিংক থেকে ডেডলাইন দেখতে পারেন।

কোর্স লেভেল- মাস্টার্স এবং পিএইচডি।

Like Our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন-

  • মাস্টার্স কোর্সে প্রতি মাসে ৮৬১ ইউরো এবং পিএইচডি কোর্সে প্রতি মাসে ১২০০ ইউরো।
  • প্রতি সেমিস্টারে স্টাডি এবং রিসার্চ এলাউন্স হিসেবে ২৩০ ইউরো।
  • বিমান ভাড়া।
  • স্বাস্থ্য বীমা।
  • তাছাড়াও, বিশেষক্ষেত্রে বাড়ি ভাড়া এবং জার্মানীতে সাথে আসা পরিবারের সদস্যদের জন্য প্রতি মাসে ভাতা প্রদান করা হয়ে থাকে।

যেসব কোর্সে আবেদন করা যাবে-

এই লিংক থেকে কোর্সসমূহ দেখতে পারেন।

নিচের ফিল্ডগুলোতে আবেদন করা যাবে।

  • Economic Sciences/Business Administration/Political Economics;
  • Development Cooperation;
  • Engineering and Related Sciences;
  • Mathematics;
  • Regional and Urban Planning;
  • Agricultural and Forest Sciences
  • Natural and Environmental Sciences
  • Medicine and Public Health
  • Social Sciences
  • Education and Law
  • Media Studies

আবেদনের যোগ্যতা

  • ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • ব্যাচেলর ডিগ্রী শেষ করার পর, ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্টাডি গ্যাপ ৬ বছরের বেশি না হলে, স্কলারশিপের জন্য বেশি প্রাধান্য দেয়া হবে।
  • ইংরেজি মাধ্যমে লেখাপড়া করতে হলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে IELTS/TOEFL Score লাগে। IELTS/TOEFL Score Requirement বিশ্ববিদ্যালয়ের কোর্সের উপর নির্ভর করে। সাধারণত, ডাড স্কলারশিপে আবেদন করতে মিনিমাম আইএলটিএস স্কোর ৬/টোফেল স্কোর ৮০ লাগে কিন্তু কোর্সভেদে English Language Proficiency Requirement ভিন্ন হতে পারে। তাই, আবেদন করার সময় অবশ্যই সংশ্লিষ্ট কোর্সের English Language Proficiency Requirement দেখে নিতে হবে। 
  • অথবা, জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে হলে ন্যূনতম German Language Level of B1 থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

  • ১ম ধাপ: এই লিংক থেকে কোর্স নির্বাচন করতে হবে।
  • দ্বিতীয় ধাপ: ইউনিভার্সিটি এর নিয়ম মেনে নির্বাচন করা কোর্সগুলোতে DAAD এর জন্য আবেদন করতে হবে। সর্বোচ্চ ৩ টা কোর্সে আবেদন করা যাবে।
  • তৃতীয় ধাপ: নির্বাচকমণ্ডলী DAAD Scholarship এর জন্য পোটেনশিয়াল ক্যান্ডিডেট নির্বাচন করবে এবং এই স্কলারশিপে আবেদন করতে বলবে। আপনাকে স্কলারশিপে আবেদন করতে বলা হলে, এই লিংক থেকে এই স্কলারশিপে আবেদন করবেন।

বি. দ্রঃ কোর্সভেদে DAAD Scholarship এ আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন পদ্ধতি ভালো ভাবে দেখে নিতে হবে।

Higher Education Courses


প্রয়োজনীয় ডকুমেন্টস

  • Signed DAAD Application Form
  • Europass CV
  • Letter of Motivation (Personally signed)
  • Letter of Recommendation from Current Employer (The letter must have letterhead, a signature, and official stamp, must be of the current date and not in a sealed envelope)
  • Academic letter of recommendation from your university (the letter must have a signature and office stamp and must be of recent date and not in a sealed envelope)
  • 2 Years Work Experience Certificate
  • English/German Language Proficiency Score
  • Academic Transcripts and Certificates

Frequently Asked Questions: এই লিংক থেকে দেখুন।

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

জার্মানিতে আরও যত স্কলারশিপ:

  1. DAAD Helmut Schmidt Programme Scholarship

5 thoughts on “DAAD Scholarship”

Leave a Comment

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.