Master’s বা PhD করার জন্য UNIVERSITY SELECTION করার COMPLETE GUIDELINES!
Importance of This Course:
Master’s বা PhD প্রোগ্রামে এডমিশন বা স্কলারশিপ পেতে হলে আপনার প্রোফাইল অনুযায়ী সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ। আপনার প্রোফাইলের সাথে মিল রেখে কোন ধরনের বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশ্ববিদ্যালয় নির্বাচন করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন, এবং কিভাবে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে পারফেক্টলি বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন—এসব বিষয় সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাছাড়া, আপনার মাস্টার্স না পিএইচডি করলে স্কলারশিপ পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে, কোন বিষয় নিয়ে মাস্টার্স বা পিএইচডি করবেন, এবং কোন দেশে পড়াশোনা শেষে সহজে স্থায়ীভাবে বসবাস করা যাবে—এসব তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কারণেই, আপনার প্রোফাইল অনুযায়ী পারফেক্টলি বিশ্ববিদ্যালয় নির্বাচন করার প্রক্রিয়াকে সহজ এবং সঠিক করার জন্য এই কোর্সটি আপনার জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
How to Buy This Course?
পেমেন্ট করে কীভাবে কোর্সটি কিনবেন/কোর্সটিতে ভর্তি হবেন তা বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
What Will You Learn?
- Master's নাকি PhD? কোন প্রোগ্রামে আবেদন করলে আপনার জন্য ভালো হবে।
- আপনার প্রোফাইল অনুযায়ী কিভাবে Subject Selection করলে Scholarship পাবার ভালো চান্স থাকবে।
- কোন টাইপের বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে Scholarship পাওয়া সহজ হবে।
- Canada তে কিভাবে Perfectly University Selection করবেন।
- USA তে কিভাবে Perfectly University Selection করবেন।
- Australia তে কিভাবে Perfectly University Selection করবেন।
- Europe/Others Country তে কিভাবে Perfectly University Selection করবেন।
- কোন দেশে Master's বা PhD করলে আপনার বা আপনার ফ্যামিলির জন্য ভালো হবে।
- কোন দেশে Master's বা PhD করলে Permanent Residency (PR) পাওয়া সহজ হবে।
Course Curriculum:
আপনার Master’s নাকি PhD করা উচিত?
-
Master’s vs PhD. কোন প্রোগ্রামটা আপনার জন্য?
04:09
আপনার প্রোফাইল অনুযায়ী কিভাবে Subject Selection করবেন?
-
প্রোফাইল অনুযায়ী Subject Selection
05:26
আপনার প্রোফাইল অনুযায়ী কোন টাইপের বিশ্ববিদ্যালয়ে আবেদন আবেদন করলে Scholarship পাওয়া সহজ হবে?
-
কোন টাইপের বিশ্ববিদ্যালয়ে আবেদন আবেদন করলে Scholarship পাওয়া সহজ হবে?
05:53
University Selection করার Complete Procedure!
-
6 Important Factors for A University Selection
02:45 -
Canada তে কিভাবে Perfectly University Selection করবেন?
06:01 -
USA তে কিভাবে Perfectly University Selection করবেন?
05:07 -
Australia তে কিভাবে Perfectly University Selection করবেন?
12:08 -
Others Country তে কিভাবে Perfectly University Selection করবেন?
03:12
BONUS! আপনার কোন দেশে Master’s বা PhD করা উচিত?
-
Master’s বা PhD এর জন্য কোন দেশ বেস্ট?
04:56
COURSE FEEDBACK!
- 00:00
- LevelAll Levels
- Duration49 minutes
- Last UpdatedNovember 20, 2024
Target Audience:
আপনি যদি দেশের বাহিরে মাস্টার’স বা পিএচডি করতে চান কিন্তু জানেন না কিভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন করলে এডমিশন/স্কলারশিপ পাবার চান্স বেশি থাকবে, কোন প্রোগ্রাম বা সাবজেক্টে আবেদন করলে স্কলারশিপ পাবার চান্স বেড়ে যাবে, কোন দেশে লেখাপড়া করার পর সহজে সহজে স্থায়ী হতে পারবেন, তাহলে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট হবে।
Course Includes:
- Lifetime Access.
- University Selection Format Files.
Course Instructor:
MN Monir
Master’s, Environmental Systems Engineering & Management, Memorial University of Newfoundland, Canada
B.Sc. In Civil Engineering, Rajshahi University of Engineering &Technology (RUET), Bangladesh
Master’s Full Scholarship in New Mexico Institute of Mining and Technology (Offered in 2018), USA
Turkey Burslari Scholarship (Master’s Full Scholarship, Offered in 2017), Turkey
King Abdul Aziz University (Master’s Full Scholarship, Offered in 2017), Saudi Arabia
Former Lecturer, European University of Bangladesh
Former Lecturer, World University of Bangladesh